TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে দৈনিক কোভিড কেস প্রথমবারের মতো ১ লাখ ছাড়ালো

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে দৈনিক কোভিড-১৯ কেস প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) প্রায় ১ লাখ ০৬ হাজার ১২২টি কেস সনাক্ত হয়।

মহামারি শুরুর পর থেকে আটটি সর্বোচ্চ দৈনিক আক্রান্তের পরিসংখ্যান ১৫ ডিসেম্বর থেকে এসেছে।

মঙ্গলবার পর্যন্ত মোট ৮০০৮ জন লোক করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ছিলেন, যা ২২ নভেম্বরের পর থেকে সর্বোচ্চ।

বড়দিনের আগে ইংল্যান্ডে নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না বলে জানিয়েছেন বরিস জনসন।

মঙ্গলবার এক বক্তব্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের সাথে ক্রিসমাসের পরে নতুন ব্যবস্থা প্রবর্তনের বিষয়েও স্পষ্ট কিছু জানাননি প্রধানমন্ত্রী।

 

বুধবারও কোভিড পজিটিভ ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ২৮ দিনের মধ্যে।

 

এই বছরের শুরুর দিকে করোনার দ্বিতীয় ওয়েভের সময় হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮ জানুয়ারি, ৩৯ হাজার ২৫৪ জন যা বর্তমান সময়ের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।

যাইহোক, পরিসংখ্যানে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ধীরগতিতে দেখা যায়, সাধারণত কেস বাড়তে শুরু করার পরে পরিবর্তনগুলি চোখে পড়ে।

 

২৩ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ভ্যাকসিন নেওয়া ব্যক্তির মাধ্যমেও করোনা ছড়াতে পারে: ব্রিটিশ চিকিৎসাবিদ

সিরিয়ার উপকূলে নৌকাডুবি: ৭৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

পাকিস্তান সেনাপ্রধানের পরিবারের ‘বিপুল সম্পদ’ নিয়ে নথি ফাঁস, তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক