11.4 C
London
March 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে দৈনিক গড়ে ১০০ জন কোভিডে মারা যাচ্ছেন

ব্রিটিশ সরকারের পরিচালিত পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্য জুড়ে কোভিডের কারণে প্রতিদিন গড়ে ১০০ জনের মৃত্যু ঘটছে। যদিও বলা হচ্ছে, পরিসংখ্যানের এই চিত্রটি পুরো দৃশ্যপটের কেবল ভগ্নাংশ।

 

বিশেষজ্ঞরা এখন মৃতদের প্রফাইল ঘেটে করোনা মহামারির প্রথম ওয়েভের সঙ্গে এবারের তুলনা করছেন। আর এতে বেশ বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।

 

মোট মৃত্যুর সংখ্যা গতবারের তুলনায় এবার কম। গত ২২ জানুয়ারি পর্যন্ত প্রথম ওয়েভে মোট মৃত্যু রেকর্ড  করা হয় ৯ হাজার ৫০ জন।

 

গতবারের তুলনায় এবারে ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যু বেশি হয়েছে। প্রথম ওয়েভে ৬৫ বছরের কম বয়সীদের মৃত্যর হার ছিল মাত্র ১১ শতাংশ, এবার তা বেড়ে হয়েছে ২৫ শতাংশ।

 

এদিকে প্রবীণদের মধ্যে মৃত্যুর হার কমেছে। এর কারণ হিসেবে কোভিড ভ্যাকসিন কার্যক্রমে প্রবীণদের প্রাধান্য দেওয়াকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

 

ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ মিললেও এতে অসতর্ক না হওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। কারণ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। গত ১ ফেব্রুয়ারির পর থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টে এক হাজার ১৮৯ মৃত্যুর খবর মিলেছে।

 

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, জনসংখ্যার ৫৭ শতাংশ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

 

২৫ আগস্ট ২০২১
এনএইচ

আরো পড়ুন

লন্ডনে ১১ শতাংশ হারে বাড়ছে গৃহহীন, বড়দিনে ফুটপাতে রাত কাটবে দেড় লক্ষাধিক মানুষের

নিউজ ডেস্ক

গ্রেট ব্রিটেন ব্যাংকগুলোতে আপনার টাকা কতটা নিরাপদ

লন্ডনের ফ্লাট থেকে ৫ মিলিয়ন পাউন্ড জব্দ