3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দ্বিতীয় দফা জাতীয় লকডাউনের খুব কাছে যুক্তরাজ্য

যে হারে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে তাতে যে কোনো মুহূর্তে পুরো দেশে দ্বিতীয় দফায় লকডাউন দিতে পারে সরকার, জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

প্রফেসর পিটার হরবি বলেন, কোভিড আক্রান্তদের কারণে  হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার আগেই বলেছিলেন, যে ভাবে করোনা রোগী বাড়ছে তাতে আরও বেশি মৃত্যুর মুখোমুখি হবে দেশটি। সামাজিক যোগাযোগকে সীমাবদ্ধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, রোববার (১১ অক্টোবর) যুক্তরাজ্যে ১২ হাজার ৮৭২ জনের করোনা পজেটিভ এসেছে, মৃত্যু হয়েছে ৬৫ জনের।

বিশেষজ্ঞরা ইতোমধ্যে সতর্ক করে দিয়েছেন, ইংল্যান্ডের উত্তরের কয়েকটি হাসপাতাল অতিরিক্ত রোগীর কারণে চাপের মুখে পড়েছে।

হাসপাতালগুলোতে প্রতিদিন প্রায় ৬০০ নতুন করোনার লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে এবং মোট রোগীর প্রায় ৩ শতাংশ করোনাতে আক্রান্ত।

প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (১২ অক্টোবর)  কঠোর স্থানীয় বিধিনিষেধ ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে।

তবে এই ব্যাপারে অনেকেই বিরধিতা করছেন। ম্যানচেস্টারের শ্রম সাংসদ ইতোমধ্যে বরিস জনসনকে বলেন, তারা কঠোর বিধিনিষেধের পক্ষে সমর্থন করেন না।

ইংল্যান্ডের উত্তরাঞ্চলের  রাজনৈতিক নেতারা আশঙ্কা করছেন, কঠোর পদক্ষেপ বা সবকিছু বন্ধ করে দিলে অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্থ হবে।

তাদের ভাষ্য, করোনা ভাইরা্সের কারণে লকডাউনে থাকা সংস্থাগুলোর শ্রমিকদের বেতনের দুই-তৃতীয়াংশ অর্থ প্রদান করা হলেও তা মোটেও পর্যাপ্ত নয়।

১২ অক্টোবর ২০২০
এসএফ / এনএইচ

সূত্র: বিবিসি

আরো পড়ুন

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

বিমানবন্দরের চারপাশে অবরোধ, যাত্রী আসতে না পারায় ৩৮ ফ্লাইট বিলম্ব

রিজার্ভে হাত না দিয়েই দুই মাসে দেনা পরিশোধ দেড় বিলিয়ন ডলার