যুক্তরাজ্যে প্রথমবারের মতো ওজন কমানোর ওষুধ তৈরির একটি অবৈধ উৎপাদন কেন্দ্র শনাক্ত করে ধ্বংস করেছে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (MHRA)। বুধবার নর্থহ্যাম্পটনে চালানো অভিযানে এটি বিশ্বের ইতিহাসে কোনো আইনপ্রয়োগকারী সংস্থার দ্বারা জব্দ হওয়া সবচেয়ে বড় ওজন কমানোর ওষুধের চালান বলে দাবি করেছে সংস্থাটি।
অভিযানে উদ্ধার করা হয়েছে কয়েক হাজার খালি ইনজেকশন পেন, যেগুলো ওজন কমানোর ইনজেকশন দিয়ে পূরণ করার প্রস্তুতি চলছিল। এছাড়া কাঁচামাল ও ২,০০০-এরও বেশি অননুমোদিত রেটাট্রুটাইড (Retatrutide) এবং টিরজেপাটাইড (Tirzepatide) ইনজেকশন পেন জব্দ করা হয়, যেগুলো বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত ছিল।
MHRA-র অপরাধ দমন ইউনিটের প্রধান অ্যান্ডি মরলিং বলেন, “এই পণ্যগুলো অননুমোদিত, পরীক্ষাহীন এবং সম্ভাব্যভাবে প্রাণঘাতী।” তিনি সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, “অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সাবধান হতে হবে এবং কেবলমাত্র নিবন্ধিত ফার্মেসি থেকেই ওষুধ সংগ্রহ করা উচিত।”
স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ঘটনাটিকে “অপরাধীদের বিরুদ্ধে বড় জয়” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “যারা মানুষের জীবন নিয়ে খেলা করছে, তাদের পকেট ভরাবেন না। এরা আপনার স্বাস্থ্যের কোনো মূল্য দেয় না।” জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডেরও বেশি।
নর্থহ্যাম্পটনশায়ার পুলিশ ও MHRA যৌথ অভিযানে প্রায় ২০ হাজার পাউন্ড নগদ অর্থ, বিপুল পরিমাণ প্যাকেজিং সামগ্রী এবং আধুনিক উৎপাদন সরঞ্জাম উদ্ধার করে। মরলিং আরও বলেন, “এই সংঘবদ্ধ অপরাধ চক্রকে বন্ধ করে দিয়ে আমরা হাজারো বিপজ্জনক পণ্য বাজারে যাওয়া থেকে রোধ করেছি, যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারত।”
উল্লেখ্য, চলতি বছরের জুনে ইংল্যান্ডে মাউঞ্জারো (Mounjaro) ইনজেকশন প্রেসক্রিপশনভিত্তিকভাবে চালু হয়, যা ক্ষুধা কমিয়ে শরীরের ওজন হ্রাসে সহায়তা করে। তবে এটি শুধুমাত্র বিএমআই ৪০ বা তার বেশি (বা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ৩৭.৫ বা তার বেশি) এবং টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল ও স্লিপ অ্যাপনিয়া-এর মধ্যে অন্তত চারটি শারীরিক সমস্যায় ভোগা রোগীদের জন্যই অনুমোদিত।
সূত্রঃ বিবিসি
এম.কে

