8.2 C
London
March 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার ১২ অক্টোবর লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট চালু করেছে। এই পদক্ষেপটি দেশের উন্নয়ন এবং দেশকে বিশ্বে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

এসময় হাইকমিশনার বলেন, লন্ডন মিশনে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করা হয়েছে।

এম.কে
১৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের বয়স যাচাইয়ের আইন করছে যুক্তরাজ্য

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

বিমানের সব ফ্লাইট বাতিল করলো সৌদি আরব