যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের আকস্মিক প্রযুক্তিগত ত্রুটির কারণে সোমবার দেশজুড়ে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ২০ মিনিটের জন্য সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়লেও এর প্রভাব ঘন্টার পর ঘন্টা স্থায়ী হয়। হিথ্রো, ম্যানচেস্টার, গ্যাটউইক, লন্ডন সিটি, বার্মিংহাম ও এডিনবরোসহ দেশের বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস (ন্যাটস) জানিয়েছে, বিভ্রাট সমাধান হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরছে। তবে, ত্রুটির কারণে সৃষ্ট ব্যাকলগ দূর করতে কিছু সময় লাগবে। ন্যাটস এক বিবৃতিতে জানায়, “সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে এবং আমরা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন ও বিমানবন্দরগুলোর সঙ্গে কাজ করছি যাতে ব্যাকলগ নিরাপদে দূর করা যায়। এই সমস্যার জন্য আমরা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। অনেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয় এবং কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা অভিযোগ করেছেন, বিভ্রাট চলাকালীন যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল, যার ফলে বিভ্রান্তি ও অনিশ্চয়তা বাড়ে।
পরিবহন সচিব সতর্ক করেছেন যে, সিস্টেম পুনরুদ্ধার হলেও বিভ্রাটের প্রভাব কাটাতে আরও সময় লাগবে। এদিকে, এয়ারলাইনগুলো যাত্রীদের বিকল্প ব্যবস্থা দেওয়ার চেষ্টা করলেও অনেকেই বিমানের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
৩০ জুলাই ২০২৫