লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি মা ও তার ছেলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) হিথ্রো এলাকার কাছে এ ঘটনা ঘটে। আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা গেছে, যুবক ইখতিকে বেসবল বেট দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে।
আহতরা পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার বাসিন্দা। তাদের আত্মীয়া সুমনা সুমি জানান, ইখতি তার মাকে বাংলাদেশ থেকে আনতে হিথ্রো বিমানবন্দরে যান। বাসায় ফেরার পথে গাড়ি থামালে এক ব্যক্তি তাদের লক্ষ্য করে কটূক্তি শুরু করেন। বোরকা পরা নারীকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করা হলে ছেলে প্রতিবাদ করেন। এর জেরেই ওই ব্যক্তি ইখতির ওপর চড়াও হয়ে বেসবল বেট দিয়ে মাথায় একাধিক আঘাত করেন।
হামলার সময় আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা মা-ছেলেকে সহায়তা করার চেষ্টা করেন এবং হামলাকারীকে থামতে বললেও তিনি গাড়ি নিয়ে দ্রুত সরে পড়েন। এ সময় ইখতির ছোট ভাইও তাদের সঙ্গে ছিলেন।
হামলায় গুরুতর আহত ইখতিকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৫ সেপ্টেম্বর ২০২৫