5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ছে মন্দার ভাব, বাড়ির দাম কমছে

যুক্তরাজ্যে বাড়ির দাম কমছে। ২০২৫ সাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে এমনটা জানিয়েছে দেশটির বৃহত্তম মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠান লয়েড ব্যাংকিং গ্রুপ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমতে পারে বাড়ির দাম। এছাড়া ২০২৪ সালে দরপতনের হার কিছুটা কমে ২ দশমিক ৪ শতাংশ হতে পারে।

বাড়ি বিক্রিতে এমন মন্দার জন্য উচ্চ মাত্রার ঋণ ব্যয়কে দায়ী করা হচ্ছে। লয়েড জানায়, যুক্তরাজ্যে বর্তমানে সুদের হার ৫ দশমিক ২৫ শতাংশ, যা দেড় দশকের মধ্যে সর্বোচ্চ। ক্রমবর্ধমান ভোক্তা ব্যয় মোকাবেলা করতে ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ফলে মর্টগেজসহ সব ধরনের ঋণে সুদহার বাড়িয়েছে ঋণদাতারা। এর প্রভাব পড়েছে আবাসন খাতে। যুক্তরাজ্যে বর্তমানে বাড়ির গড় দাম প্রায় ৪০ হাজার পাউন্ড।

এম.কে
০৯ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে চিকিৎসা সেবা নিয়ে চলছে জটিলতা

স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন যুক্তরাজ্যে, আইন হতে পারে শিগগিরই

যুক্তরাজ্যে ঝড় জোসলিনের জন্য সতর্কবার্তা জারি