10 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ছে রাস্তায় রাত কাটানো মানুষের সংখ্যাঃ গবেষণা

যুক্তরাজ্যের লন্ডনে রাস্তায় রাত্রী যাপন করা লোকের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ক্রিসমাসের কয়েক মাস আগে থেকেই এই সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছে।

সম্মিলিত গৃহহীন এবং তথ্য নেটওয়ার্ক (চেইন ফিগারস) অনুসারে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত লন্ডন শহরের রাস্তায় রাত্রী কাটানো অবস্থায় মোট ৪,৩৮৯ জনকে চিহ্নিত করা হয়েছিল।

এই চিত্রটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বেশি এবং আগের তিন মাসের চেয়ে ৩২১ জন বেশি। এই সংখ্যাধিক্যের কারণ হিসাবে বিভিন্ন দেশ হতে অতিরিক্ত রিফুজি আসাকে দায়ী করেছে সরকার। যার কারণে সরকার অবৈধ অভিবাসন প্রক্রিয়ার লাগাম টেনে ধরতে বিভিন্ন নতুন বিধিমালা প্রয়োগ করতে যাচ্ছে।

সরকার আশ্রয় প্রার্থীদের ব্যাকলগ সাফ করার প্রচেষ্টাও বাড়িয়ে তোলেছে। তাছাড়া শরণার্থী মর্যাদার পরে গৃহহীন হিসাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে উপস্থিত লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানা যায়।

মূলত আফ্রিকা থেকে আসা রাস্তায় রাত্রীযাপনকারীদের সংখ্যা জুলাই ও সেপ্টেম্বরের ৪৬৬ জন থেকে বেড়ে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ৬৮০ জনে দাঁড়িয়েছে। একইভাবে এশিয়া থেকে আগত অভিবাসী যারা রাস্তায় রাত কাটায় তাদের সংখ্যা ৩২৪ জন থেকে বেড়ে ৪৪২ জনে পৌঁছেছে।

এদিকে, মূলত যুক্তরাজ্যের নাগরিক যারা রাস্তায় রাত্রীযাপন করে তাদের সংখ্যা অপরিবর্তিত ছিল। তথ্যমতে জানা যায় এই সংখ্যা প্রায় ১,৭৪২ জন।

সেন্ট মুনগোর প্রধান নির্বাহী এমা হাদাদাদ বলেছেন, হোম অফিস আশ্রয় আবাসন থেকে উচ্ছেদের বিষয়ে শীতকালে বিরতি দেওয়া উচিত। তারা মানবিকতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে হোম অফিস ও সরকারের প্রতি। উল্লেখ্য যে, সেন্ট মুনগোর ফ্রন্টলাইন কর্মীরা প্রায়শই রাস্তায় ঠান্ডার মধ্যে কাটানো লোকেদের সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে।

হাউজিং অ্যাসোসিয়েশন রিভারসাইডে কেয়ার অ্যান্ড সাপোর্টের নির্বাহী পরিচালক জন গ্লেন্টন বলেছেন, “ক্রমবর্ধমান মানবিক সংকট” ধীর হওয়ার কোনও লক্ষণ দেখাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন স্থানীয় কর্তৃপক্ষের এই বিষয়ে কিছুই করার নেই কারণ মূলত গৃহ সংকট সমাধানের যথেষ্ট ফান্ড তাদের হাতে নেই।

গৃহহীনদের নিয়ে দাতব্য প্রতিষ্ঠান সেন্ট্রিপয়েন্টের বিশ্লেষণে জানা গিয়েছে গত সাধারণ নির্বাচনের পর থেকে এখন রাস্তায় রাত কাটানো মানুষের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়েছে।

এদিকে, ক্রাইসিসের চিফ এক্সিকিউটিভ ম্যাট ডাউনি বলেছেন, পরিসংখ্যানগুলি দেখায় রাস্তায় রাত কাটানো মানুষের সংখ্যা কমাতে সরকারের কৌশল পরিবর্তন করা দরকার। ওয়েস্টমিনস্টার রাস্তায় ঘুমানোকে অপরাধ হিসেবে যদি বিবেচনা করে সেটা খুবই অমানবিক। সরকারের উচিত মানবিক বিষয় বিবেচনা করে তবে সিদ্ধান্ত নেয়া।

বিশ্লেষকদের মতে সরকারের উচিত আরো সামাজিক আবাসন তৈরি করা এবং হাউজিং ফার্স্টের মতো তহবিল সহায়তা পরিষেবাগুলি তৈরি করা। গৃহহীনকে অপরাধী করে তোলে এমন অংশগুলি অপসারণের জন্য ফৌজদারি বিচারের বিলকেও সংশোধন করতে হবে। বিশ্লেষকেরা মনে করেন, বাড়ি না থাকার জন্য কাউকে শাস্তি দেওয়া উচিত নয়।

সূত্রঃ ফ্লিকার্স

এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

জন্মহার বাড়াতে জাপানে নজিরবিহীন প্যাকেজ

প্রিন্স অ্যান্ড্রুর যৌন নিপীড়ন মামলার নিষ্পত্তি

বার্মিংহামে বিয়ে করলেন নোবেলজয়ী মালালা