14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাড়ির দাম প্রায় দুই বছরে সর্বোচ্চ বৃদ্ধির পথেঃ জাতীয় পরিসংখ্যান বিভাগ

বুধবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে বাড়ির দাম ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। গত দুই বছরের মধ্যে এই বাড়ির দাম বাড়ার গতি সর্বোচ্চ। যা যুক্তরাজ্যের আবাসন বাজার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

গড়ে ৪.৬% বার্ষিক বৃদ্ধি, যা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ২,৬৮,০০০ পাউন্ড (প্রায় $৩৩৭,৭৬০) হয়েছে।
এটি ২০২৩ সালের জানুয়ারির পর দ্রুততম বৃদ্ধি, এবং নভেম্বরের ৩.৯% বৃদ্ধির তুলনায় বেশি।

ঋণের সুদের হার হ্রাস, যা ২০২৫ সালেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এপ্রিলের আগে বাড়ি কেনার তাড়াহুড়ার মূল কারণ নতুন করে ইউকেতে ক্রয় ট্যাক্স বৃদ্ধি পেতে পারে।

যদিও লন্ডন শহরে বাড়ির দামের বৃদ্ধি পায়নি এবং অন্যান্য অঞ্চলের তুলনায় দাম বৃদ্ধিতে পিছিয়ে রয়েছে। যুক্তরাজ্যের নর্থইস্ট ইংল্যান্ডে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বাড়ির দাম। সেখানে বাড়ির দাম ৬.৭% বৃদ্ধি পেয়েছে।

লন্ডনে ব্যক্তিগত আবাসনের ভাড়া জানুয়ারির মধ্যে ১১.০% বৃদ্ধি পেয়ে গড়ে ২,২২৭ পাউন্ড হয়েছে। যদিও এটি ডিসেম্বরের ১১.৫% বৃদ্ধির তুলনায় সামান্য কম।

ব্রিটেনজুড়ে ব্যক্তিগত আবাসনের ভাড়া জানুয়ারিতে ৮.৭% বৃদ্ধি পেয়ে গড়ে ১,৩৩২ পাউন্ড হয়েছে, যা ডিসেম্বরের ৯.০% বৃদ্ধির তুলনায় কিছুটা কম।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৯ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  প্রপার্টি কনভিয়েনসিং

নিউজ ডেস্ক

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

লন্ডন শহরে পরিদর্শকদের জন্য চমৎকার জায়গা ছোট্ট শহর আমারশাম