TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিদেশিদের বেনিফিট বন্ধ করার অঙ্গীকার করলামঃ নাইজাল ফারাজ

যুক্তরাজ্যে আগামী নির্বাচনে জয়ী হলে বিদেশিদের জন্য সব ধরনের রাষ্ট্রীয় ভাতা ও কল্যাণ সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়েছেন রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ। তার দাবি, ব্রিটিশ করদাতাদের অর্থ অপচয় ঠেকাতে এই পদক্ষেপ জরুরি।

ফারাজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাজ্য যেন এখন “বিশ্বের ফুড ব্যাংক” হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে জানান, কেবল ব্রিটিশ নাগরিকরাই বেনিফিট পাবেন। বিদেশিরা চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তবে প্রক্রিয়াটি আরও কঠিন করা হবে এবং এতে আয়কে শর্ত হিসেবে যুক্ত করা হতে পারে। এর ফলে খুব কম বিদেশিই নাগরিক হতে পারবেন।

বর্তমানে ছয় বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা গেলেও রিফর্ম ইউকের পরিকল্পনায় তা বাড়িয়ে সাত বছর করা হবে। ব্রিটিশ নাগরিকের সঙ্গে বিবাহিত হলে পাঁচ বছর পর আবেদন করার সুযোগ থাকলেও বেনিফিট পাওয়ার আগে তাদের অবশ্যই ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) নিতে হবে।

ফারাজের মতে, বরিস জনসনের আমলে দেওয়া রেকর্ড সংখ্যক ভিসার মাধ্যমে যে ‘বরিসওয়েভ’ তৈরি হয়েছে, সেটিই এখন ব্রিটেনের জন্য সবচেয়ে বড় সংকট। গবেষণা বলছে, এই ভিসাধারীদের মধ্যে প্রায় আট লাখ মানুষ আগামী কয়েক বছরের মধ্যে লিভ টু রিমেইন (ILR) পাবে, যার ফলে তাদের বেনিফিট, NHS ও সামাজিক আবাসনের অধিকার মিলবে। এ খাতে করদাতাদের ওপর বাড়তি বোঝা পড়তে পারে প্রায় ২০ হাজার কোটি পাউন্ড।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের মোট কল্যাণ ব্যয় ২০২৩ সালে দাঁড়িয়েছে £২৬৬ বিলিয়ন। এর মধ্যে একাই £৯ বিলিয়ন পাউন্ড বিদেশিদের জন্য ব্যয় হয়েছে। প্রতি পাঁচজন বেকারের একজন বিদেশি। শুধু ILR পাওয়া অভিবাসীদের মধ্যেই আগস্টে ২ লক্ষাধিক মানুষ ইউনিভার্সাল ক্রেডিট নিয়েছেন, যা গত তিন বছরে দ্বিগুণ হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধীনে আরও সাত লাখের বেশি অভিবাসী বর্তমানে এই ভাতা পাচ্ছেন।

কনজারভেটিভ ও লেবার উভয় দলই অভিবাসন ও স্থায়ী বসবাসের শর্ত কঠোর করার উদ্যোগ নিয়েছে। কনজারভেটিভরা ১০ বছর বসবাস ও বছরে অন্তত £৩৮,৭০০ পাউন্ড আয়কে শর্ত করেছে। লেবারও ১০ বছর সময়সীমা প্রস্তাব করেছে, যদিও অবদান রাখাদের জন্য কিছুটা ছাড়ের কথা বলেছে। তবে ফারাজের প্রস্তাব আরও কঠোর—নাগরিক নন, মানেই বেনিফিট শূন্য।

তিনি বলেন, “টরি ও লেবার যুক্তরাজ্যকে বিশ্বের ফুড ব্যাংক বানিয়েছে। করদাতাদের অর্থ বিদেশিদের পেছনে অপচয় হয়েছে। রিফর্মই একমাত্র দল যারা এই প্রতারণার ইতি টানবে এবং ব্রিটিশ জনগণের স্বার্থ রক্ষা করবে।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

শীতের প্রকোপে যুক্তরাজ্যে বাড়ছে ফ্লু আক্রান্ত রোগীদের সংখ্যা

ঋষি সুনাকের নেতৃত্ব গুণের কারণে হারতে যাচ্ছে কনজারভেটিভ পার্টিঃ জরিপ

যত্রতত্র আবর্জনা ফেলার জরিমানা বাড়িয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল