TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বেকারত্বের হার বাড়ছে

উচ্চমূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। ফলে দেশটিতে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস।
এক বিবৃতিতে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, জানুয়ারির শেষে বেকারত্বের হার ৩ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। ছয় মাস ধরে দেশটির অধিবাসীরা কর্মসংস্থানের অভাবে রয়েছে। এটিই বেকারত্বের হার বাড়াতে ভূমিকা রেখেছে।
ইকোনমিক স্ট্যাটিসটিকসের পরিচালক ড্যারেন মর্গান ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, ফেব্রুয়ারিতে বিক্ষোভ বেড়ে যাওয়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

আরো পড়ুন

যুক্তরাজ্যে অতিরিক্ত গরম, তাপমাত্রা পৌঁছেছে ৩৪.৮ সেন্টিগ্রেডে

যুক্তরাজ্য কারাগার হতে পালিয়েছে ভয়ঙ্কর এক অপরাধী

ব্রিটেনে উবার চালকদের বেতন-ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়