14 C
London
September 8, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়িতেও কর দিতে হবে ২০২৫ সাল থেকে

যুক্তরাজ্যের কিছু মডেলের গাড়ির জন্য ড্রাইভারদের ২০২৫ সাল থেকে বাড়তি ট্যাক্স গুণতে হবে বলে জানা যায়। গাড়ি চালকদের ২০২৫ সালের এপ্রিল মাস থেকে গাড়ির ট্যাক্সের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার  সতর্কবার্তা দেওয়া হয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাস থেকে বৈদ্যুতিক যানবাহনের মালিকদেরও রোড ট্যাক্স প্রদান শুরু করতে হবে। ইভি গাড়িগুলি এর আগে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত ছিল যা ২০২৫ সাল হতে করের আওতায় আসবে। ট্যাক্স না দিয়ে অভ্যস্ত হয়ে যাওয়া চালকদের জন্য হতে যাচ্ছে এ এক বড় ধাক্কা বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।
২০২৩ সালে যুক্তরাজ্যের ১০টি সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিন গাড়িগুলির মধ্যে ছিলঃ
১. টেসলা মডেল ওয়াই
২. এমজি ৪ ইভি
৩. অডি কিউ ৪ ই-ট্রন
৪. টেসলা মডেল ৩
৫. পোলেস্টার ২
৬. ভক্সওয়াগন আইডি ৩
৭. কিয়া নিরো
৮. বিএমডাব্লু আই ৪
৯. ভক্সওয়াগন আইডি ৪
১০. স্কোদা এনওয়াইকিউ ৪
এই গাড়ির মালিকদের ২০২৫ সাল থেকে ট্যাক্স প্রদানের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড
এম.কে
২৭ জুলাই ২০২৪

আরো পড়ুন

এস্টেট এজেন্টদের সাথে যেভাবে ডিল করবেন

অনলাইন ডেস্ক

কেয়ার ও স্টুডেন্ট ভিসায় আসা নতুন অভিবাসীরা যুক্তরাজ্যে পড়েছেন বাসস্থান সংকটে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে কিশোর গ্যাংকে থামাতে শাস্তি দেয়া হতে পারে অভিভাবকদের