25.1 C
London
July 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহঃ ৩৪ ডিগ্রি গরমে জরিমানা, পানির বিধিনিষেধ, আগুনে আতঙ্ক

যুক্তরাজ্য এযাবৎকালের অন্যতম ভয়াবহ তাপদাহের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে লন্ডনের বিভিন্ন অংশে গতকাল তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যা ব্রিটিশ আবহাওয়ার স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক বেশি। দেশটির ইতিহাসে এটি একটি অস্বাভাবিক ও বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি হিসেবে ধরা হচ্ছে।

চলমান এই তীব্র তাপপ্রবাহের কারণে পানি ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ব্রিটিশ সরকার। ইতিমধ্যেই হোস পাইপ (hosepipe) ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তাকে ১,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি এবং জলাধারগুলোর পানি হ্রাস—সব মিলিয়ে দেশজুড়ে পানির স্বল্পতা তৈরি হয়েছে। জল সংরক্ষণ নিশ্চিত করতে জনসাধারণকে নির্দেশ দেয়া হয়েছে, যেন তারা অপ্রয়োজনীয় পানি অপচয় না করেন।

তাপদাহ শুধু মানুষের স্বাস্থ্যেই প্রভাব ফেলছে না, বরং পরিবেশেও ফেলছে বিপর্যয়কর প্রভাব। গতকাল পূর্ব লন্ডনের ওয়ান্সটেড পার্কে আগুন লাগার একটি ঘটনা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। দুপুরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টাখানেক সময় লেগে যায়। প্রায় ১৪ একর তৃণভূমিতে আগুন লাগার ঘটনা ঘটে। এখনো আগুনের উৎস নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ, তবে তারা তীব্র তাপমাত্রাকে একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে।

এদিকে আগুন লাগার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, তাপপ্রবাহ থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের নজির অতীতে বিরল। ব্রিটেনে এই ধরনের পরিস্থিতি খুবই অস্বাভাবিক, কারণ দেশটি সাধারণত শীতল ও মাঝারি আবহাওয়ার জন্য পরিচিত।

দেশটির আবহাওয়া দফতর (Met Office) ইতিমধ্যে ‘হিট হেলথ অ্যালার্ট’ জারি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বয়স্ক, শিশু ও রোগপ্রবণ ব্যক্তিদের তাপদাহের সময় ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন এবং যথেষ্ট পরিমাণে পানি পান করার আহ্বান জানিয়েছেন।

সাধারণ মানুষকে পানি, বিদ্যুৎ ও অন্যান্য জরুরি পরিষেবার সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে তারা গরমে অসুস্থ না হয়ে পড়েন এবং তাপমাত্রা আরও বাড়লে যেন তা মোকাবেলার প্রস্তুতি থাকে।

পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাজ্যের সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা নতুন জলবায়ু বাস্তবতার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে ব্রিটেনের জনগণকে যতটা সম্ভব সচেতন, সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১২ জুলাই ২০২৫

আরো পড়ুন

রানির মৃত্যুর পর যেসব পরিবর্তন আসবে যুক্তরাজ্যে

আসছে তৃতীয় তাপপ্রবাহ, সপ্তাহান্তে যুক্তরাজ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনের শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় শীর্ষ গ্রেড পেয়েছেন