5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভার্চুয়ালি ধর্ষণের শিকার কিশোরী, তদন্তে পুলিশ

ভার্চুয়াল দুনিয়া মেটাভার্সে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রথমবারের মতো ঘটে যাওয়া এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যুক্তরাজ্যে ঘটেছে এমন ঘটনা।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী ওই কিশোরীর ডিজিটাল চরিত্র অনলাইনে অপরিচিতদের দ্বারা গণধর্ষণের শিকার হওয়ার পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ভিআর’ এর ঘটনায় ভুক্তভোগী বাস্তব জগতে ধর্ষণের শিকার ব্যক্তির মতো একই মানসিক এবং মানসিক আঘাতের শিকার হয়েছেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে প্রথমবারের মতো ভার্চুয়াল যৌন অপরাধের তদন্ত করছে পুলিশ।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের পুলিশ ও অপরাধ কমিশনার ডোনা জোন্স বিবিসিকে বলেন, ২০২৩ সালে এমন একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ফলে পুলিশ তদন্ত শুরু হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ আশঙ্কা করছে, বিদ্যমান আইনের অধীনে বিচার করা অসম্ভব হতে পারে, যা যৌন নিপীড়নকে সম্মতি ছাড়াই যৌন পদ্ধতিতে শারীরিক স্পর্শ হিসাবে সংজ্ঞায়িত করে। ব্যক্তিগত ধর্ষণের একাধিক মামলার উল্লেখযোগ্য ব্যাকলগের সাথে লড়াই করার সময় মেটাভার্স অপরাধ তদন্তের জন্য পুলিশের সময় এবং সীমিত সংস্থান ব্যবহার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে ২০২২ সালে গবেষক নিনা জেন প্যাটেল জানান, তিনি মেটা দ্বারা পরিচালিত হরাইজন ভেন্যুস নামে একটি ভার্চুয়াল জগতে নির্যাতনের শিকার হয়েছিলেন। এটিকে যৌন আক্রমণের সাথে তুলনা করেছিলেন প্যাটেল।

সূত্রঃ দ্য ডেইলি মেইল

এম.কে
০৪ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

খুব শিগগিরই ব্যাংকের যেসব শাখা বন্ধ হতে যাচ্ছে

ব্রিটিশ পর্যটকদের জন্য ইউরোপ জুড়ে কঠোর বিধিনিষেধ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে একের পর এক কনজারভেটিভ সাংসদ লেবার পার্টির পক্ষে অবস্থান নিচ্ছেন