TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভুতুড়ে নাম্বার প্লেটের বিরুদ্ধে অভিযানে সমর্থন সাদিক খানের

অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ট্রান্সপোর্ট (APPG for Transport) সতর্ক করেছে, ভুতুড়ে নাম্বার প্লেটের কারণে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) প্রতিবছর প্রায় ৪৯.৮ মিলিয়ন পাউন্ড রাজস্ব হারাচ্ছে।

লন্ডনের মেয়র সাদিক খান ভুতুড়ে নাম্বার প্লেট সমস্যার ক্রমবর্ধমান বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন। এসব অবৈধ নাম্বার প্লেটের কারণে TfL বিপুল অঙ্কের অনাদায়ী জরিমানার মুখে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন অ্যাসেম্বলি সদস্য ক্যারোলিন রাসেলের একটি আনুষ্ঠানিক প্রশ্নের জবাবে সাদিক খান জানান, তিনি অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ট্রান্সপোর্টের ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত প্রতিবেদনের সুপারিশগুলোকে সমর্থন করেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের পুরোনো নাম্বার প্লেট সংক্রান্ত বিধিবিধান একটি দ্রুত বিস্তৃত সংকট তৈরি করেছে। এর সুযোগ নিয়ে অপরাধী ও সংঘবদ্ধ অপরাধচক্র সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে।

তদন্ত অনুযায়ী, প্রতি ১৫টি গাড়ির মধ্যে প্রায় একটি গাড়িতে পরিবর্তিত বা নিয়মবহির্ভূত নাম্বার প্লেট থাকতে পারে। এর মধ্যে রয়েছে ভুতুড়ে ও স্টেলথ নাম্বার প্লেট, যেগুলো বিশেষভাবে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ক্যামেরাকে ফাঁকি দেওয়ার জন্য তৈরি।

সাদিক খান বলেন, “অবৈধ রেজিস্ট্রেশন প্লেটের বিস্তার ঠেকাতে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমি APPGTS প্রতিবেদনের সুপারিশগুলোর সঙ্গে একমত।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রশ্নে উল্লেখ করা রাজস্ব ক্ষতির অঙ্কগুলো TfL-এর নিজস্ব হিসাব নয়, বরং APPG-এর করা অনুমান।

প্রতিবেদনটি সতর্ক করে জানায়, যুক্তরাজ্যের অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (ANPR) নেটওয়ার্ক—যেখানে ১৮ হাজারের বেশি ক্যামেরা প্রতিদিন প্রায় ৯ কোটি নাম্বার প্লেট শনাক্ত করে—নাম্বার প্লেট উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দুর্বল তদারকির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তথ্য অনুযায়ী, অনিয়ন্ত্রিত অনলাইন বিক্রেতাদের কাছ থেকে সহজেই অবৈধ নাম্বার প্লেট কেনা যাচ্ছে। এর ফলে অনেক চালক রোড চার্জ, টোল, কনজেশন ফি ও জরিমানার নোটিশ এড়িয়ে যেতে পারছেন।

বর্তমান ব্যবস্থাকে জাতীয় নিরাপত্তা ও পুলিশি অবকাঠামোর একটি “বিরাট ফাঁক” হিসেবে বর্ণনা করা হয়েছে। তদন্তে TfL যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায়—ক্লোন করা নাম্বার প্লেটের কারণে জরিমানা বাতিলের সংখ্যা মাত্র ১২ মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২১ সালে যেখানে সংখ্যা ছিল ৭,২৭৪, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬,৫৫৩-তে।

পার্লামেন্টারি গ্রুপের হিসাবে, ভুতুড়ে নাম্বার প্লেটের কারণে TfL প্রতিবছর প্রায় ৪৯.৮ মিলিয়ন পাউন্ড রাজস্ব হারাতে পারে। পাশাপাশি আরও প্রায় ৮৯৮.৮ মিলিয়ন পাউন্ড জরিমানা আদায় করা যাচ্ছে না।
তবে মেয়র আবারও উল্লেখ করেন, এসব পরিসংখ্যান APPG-এর অনুমান, TfL-এর আনুষ্ঠানিক হিসাব নয়।

তিনি বলেন, “উদ্ধৃত রাজস্ব ক্ষতির অঙ্কগুলো অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ট্রান্সপোর্টের হিসাব, ট্রান্সপোর্ট ফর লন্ডনের অফিসিয়াল পরিসংখ্যান নয়।”

প্রতিবেদনটি আরও জানায়, রোড চার্জ ও বিমানবন্দরের ড্রপ-অফ ফি এড়াতে ট্যাক্সি ও প্রাইভেট হায়ার যানবাহনে ভুতুড়ে নাম্বার প্লেটের ব্যবহার দিন দিন বাড়ছে।

সাদিক খান নিশ্চিত করেন, ভুতুড়ে নাম্বার প্লেট দমনের মূল দায়িত্ব পুলিশের ওপরই বর্তায়, TfL-এর নয়। তবে তিনি জানান, শনাক্তকরণ সক্ষমতা বাড়াতে TfL বিভিন্ন প্রযুক্তিগত সমাধান নিয়ে কাজ করছে।
তিনি বলেন, “TfL বর্তমানে নানা প্রযুক্তিগত সমাধান পর্যালোচনা ও পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছে, যাতে তাদের ক্যামেরা নেটওয়ার্ক অবৈধ রেজিস্ট্রেশন প্লেট আরও কার্যকরভাবে শনাক্ত করতে পারে।”

তিনি আরও জানান, এই গুরুতর সমস্যা মোকাবিলায় TfL মেট্রোপলিটন পুলিশ সার্ভিসসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে সরকারও জাতীয় পর্যায়ে অবৈধ নাম্বার প্লেটের বিস্তার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে।

নতুন ঘোষিত রোড সেফটি স্ট্র্যাটেজি-এর আওতায় সরকার জানিয়েছে, তারা DVLA, DVSA, পুলিশ ও সংশ্লিষ্ট শিল্পখাতের সঙ্গে কাজ করে বর্তমান নাম্বার প্লেট মানদণ্ড পুনর্বিবেচনা করবে।

সরকার আরও জানিয়েছে, নাম্বার প্লেট সরবরাহকারীদের ওপর আরও কঠোর নজরদারি চালানোর ক্ষমতা DVLA-কে দেওয়া হবে। সমস্যার প্রকৃত বিস্তার বুঝতে লক্ষ্যভিত্তিক গবেষণা চালানো হবে এবং অবৈধ প্লেট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

APPG-এর তদন্তে আন্তর্জাতিক মানের নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত একীভূত নাম্বার প্লেট ডিজাইন চালুর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ৩ডি ও ৪ডি নাম্বার প্লেট নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
ওয়েস্ট ব্রোমউইচের এমপি সারাহ কুম্বস বলেন,
“এই বিস্ফোরক প্রতিবেদন ভুতুড়ে ও ক্লোন করা নাম্বার প্লেটের ভয়াবহ হুমকিকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এটি পরিষ্কার করে দিয়েছে যে পুরো ব্যবস্থাটিই ব্যর্থ হয়ে পড়েছে।”

আরএসি (RAC)-এর নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস বলেন, “নাম্বার প্লেটের ব্যাপক অপব্যবহার বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। এর প্রভাব কেবল সড়ক নিরাপত্তায় নয়, জাতীয় নিরাপত্তার ওপরও গভীরভাবে পড়ছে।”

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক

ভারতীয় ব্যবসায়ীকে নিজ দেশে নির্যাতনের শঙ্কা, যুক্তরাজ্য হতে বহিষ্কারাদেশ মামলায় জয়ী

খেতে খেতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, শাস্তি পেলেন চালক

অনলাইন ডেস্ক