TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মদ্যপ অবস্থায় ক্লাস নেওয়া শিক্ষিকা চাকরি হারিয়ে আজীবন নিষিদ্ধ

যুক্তরাজ্যে এক শিক্ষিকাকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকতা পেশা থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তিনি ক্লাস চলাকালীন মদ্যপান করেছিলেন এবং পরে গাড়ি চালিয়ে স্কুলের গেটে ধাক্কা দেন। ৫১ বছর বয়সী মিশেল স্ট্যান্ট নর্থহ্যাম্পটনশায়ারের ওয়েলিংবোরোর ফ্রায়ার্স একাডেমিতে (Friars Academy) কর্মরত ছিলেন, যেখানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াতেন।

২০২৪ সালের মে মাসে তাকে স্কুলের ভেতরে একটি পানির বোতলে অ্যালকোহলসহ ধরা হয়। সেই সময় তিনি টলছিলেন, হাঁটায় ভারসাম্য ছিল না এবং শরীর থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে জানা যায়, বোতলে থাকা তরলটি অ্যালকোহল ছিল। তবে মিশেল দাবি করেন, কেউ ইচ্ছাকৃতভাবে তার পানিতে মদ মিশিয়ে চাকরি নষ্ট করার চেষ্টা করেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরদিনই তিনি পদত্যাগ করেন।

টিচিং রেগুলেশন এজেন্সির (Teaching Regulation Agency – TRA) শুনানিতে আরও জানা যায়, মিশেল স্ট্যান্টের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল। ২০২০ সালের নভেম্বর মাসে তিনি লেস্টারশায়ারের ব্যাগওর্থে অবস্থিত ওকউড কমিউনিটি স্কুলে (Oakwood Community School) কর্মরত অবস্থায় নিজের গাড়ি চালিয়ে স্কুলের গেট ও আলোকিত বিলবোর্ডে ধাক্কা দেন।

ঘটনার সময় তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়—শ্বাসকষ্টে ভুগছিলেন, অস্থিরভাবে হাঁটছিলেন এবং শরীরে মদের গন্ধ ছিল। পরে তার কোটের পকেট থেকে একটি ছোট, আনখোলা ওয়াইনের বোতল উদ্ধার হয়। সাক্ষীরা জানান, তিনি ফোনে জানিয়েছিলেন যে কাজে যাওয়ার পথে একটি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই দিনই তিনি পদত্যাগপত্র জমা দেন।

শুনানিতে প্যানেলের সিদ্ধান্তগ্রহণকারী সারা বাক্সি জানান, মিশেল ফ্রায়ার্স একাডেমিতে আবেদন করার সময় তার পূর্ববর্তী চাকরি—ওকউড স্কুলে কর্মরত থাকার তথ্য গোপন করেছিলেন। বাক্সির মতে, তিনি অভিযোগ স্বীকার করেছেন, কিছুটা অনুশোচনা প্রকাশ করেছেন এবং TRA-এর সঙ্গে সহযোগিতা করেছেন।

শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা জানায়, মিশেল স্ট্যান্ট অগ্রহণযোগ্য পেশাগত আচরণের মাধ্যমে শিক্ষকতা পেশাকে অসম্মানিত করেছেন। ফলে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিন বছর পর এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা যেতে পারে। তবে চাইলে মিশেল ২৮ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ব্রিটিশ পাসপোর্ট আবেদনকারীদের জন্য সতর্কতা

বরিস জনসনকে পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব

যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীরা পাচ্ছেন NHS-এর বিশেষ সুবিধা,— স্থানীয়দের ক্ষোভ