মেট্রোপলিটন পুলিশ লন্ডনে এন্টিসোশ্যাল বিহেভিয়ার (এএসবি) মোকাবিলায় নিয়োজিত বিশেষ অফিসারদের বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই অফিসারদের স্থানীয় নেবারহুড পুলিশ টিমে পুনর্বিন্যাস করা হবে। বর্তমানে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে নিয়মিত মাদকসেবী ও সমস্যাজনক ব্যক্তিদের নিয়ে কাজ করেন এবং বহুপক্ষীয় ঝুঁকি মূল্যায়ন সভায় অংশ নিয়ে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন।
লন্ডন অ্যাসেম্বলিকে জানানো হয়েছে, এএসবি অফিসারদের দায়িত্ব এখন থেকে ওয়ার্ড অফিসাররা পালন করবেন। তবে সিটি হল সূত্রে উদ্বেগ জানানো হয়েছে যে দীর্ঘস্থায়ী এএসবি সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করার ক্ষেত্রে এ পদক্ষেপ দুর্বলতা তৈরি করবে। লিবারেল ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য গ্যারেথ রবার্টস একে “ভীষণ স্বল্পদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ” হিসেবে অভিহিত করে বলেন, এটি দীর্ঘমেয়াদে আরও বেশি অর্থ ব্যয়ের কারণ হবে। তার মতে, মেয়র হস্তক্ষেপ না করলে এটি পরিষ্কার বার্তা দেবে যে এএসবি মোকাবিলা মেয়রের অগ্রাধিকারে নেই।
মেটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন অর্থ সাশ্রয়ের জন্য নয়, বরং পাড়ায় দৃশ্যমান পুলিশিং জোরদার করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে ২৬০ মিলিয়ন পাউন্ড বাজেট ঘাটতির কারণে লন্ডনের প্রায় অর্ধেক থানার ফ্রন্ট কাউন্টার বন্ধের ঘোষণা দেয় মেট, যা থেকে ৭ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে বলে জানানো হয়। এ পদক্ষেপে ডেস্ক অফিসারদের মাঠে নামানোর সুযোগ তৈরি হবে।
মেট পুলিশ জানিয়েছে, এ সিদ্ধান্ত হোম অফিসের নেবারহুড পুলিশিং গ্যারান্টির আওতায় নেওয়া হয়েছে। বর্তমান এএসবি অফিসাররা নেবারহুড টিমে যোগ দিয়ে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দৃশ্যমান থাকবে এবং স্থানীয় অপরাধ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখবে। অন্যদিকে, লন্ডনের মেয়র সাদিক খানের কার্যালয় থেকে বলা হয়েছে, লন্ডনবাসীর নিরাপত্তা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি দৃশ্যমান পুলিশিং বাড়ানোর উদ্যোগকে সমর্থন করেন।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৪ অক্টোবর ২০২৫