TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে লকডাউন আরো কড়া হতে পারে

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য সরকার আউটডোর মার্কেট, এস্টেট এজেন্টস, হোম সার্ভিস পরিষেবাগুলো নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।

 

যুক্তরাজ্যের লকডাউন কয়েক দিনের মধ্যে আরো কঠোর হতে পারে বলে জানা গেছে। ব্যায়ামাগার, বাজার, খুচরা দোকান এবং বাড়িতে চলে যাওয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখার কথা বিবেচনা করা হচ্ছে।

 

সরকারি একটি সূত্রের বরাত দিয়ে মিররে প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানের বিধিনিষেধের ভিতর যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক বা উন্নত না হয় তবে মন্ত্রীরা কঠোর ব্যবস্থা নিবেন। মন্ত্রীরা যে অতিরিক্ত পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন, তার মধ্যে দু’জনকে ব্যায়ামের জন্য বাইরে দেখা করা বন্ধ করা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরো কঠোর অবস্থান অন্তর্ভুক্ত।

 

সরকারি ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তারকে কমাতে স্বল্প সময়ের জন্য স্থানীয় বা জাতীয়ভাবে সমস্ত হোম সার্ভিস বন্ধ করা হতে পারে।

 

বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত আরেকটি পরিবর্তন, দুই মিটারের সামাজিক দূরত্বকে তিন মিটার করে বাড়িয়ে দিচ্ছে, মেইল অনলাইন জানিয়েছে।

 

 

সূত্র: মিরর
১৩ জানুয়ারি ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

ইংল্যান্ডে মুসলিম বন্দিরা বেশি মাত্রায় বলপ্রয়োগের শিকার হনঃ দাতব্য সংস্থা

যুক্তরাজ্যে কেয়ার ভিসায় স্পাউস আনতে পারবেন না বিদেশি কর্মীরা

Buy to Let property: Landlords and Tenants