TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে লাইসেন্স পেতে ছয় মাস অপেক্ষা ও রাতের ড্রাইভিং নিষেধাজ্ঞা

নর্দার্ন আয়ারল্যান্ডে তরুণ চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটিতে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গ্র্যাজুয়েটেড ড্রাইভিং লাইসেন্স (GDL) ব্যবস্থা, যা যুক্তরাজ্যে এই ধরনের প্রথম উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত তরুণদের সংখ্যা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থার আওতায় সদ্য ব্যবহারিক ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ চালকদের ওপর কিছু নির্দিষ্ট বিধিনিষেধ কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে ন্যূনতম ছয় মাসের বাধ্যতামূলক শিক্ষানবিশ সময়কাল। কর্তৃপক্ষের মতে, দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নেওয়ার ফলে চালকদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে, যা দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।

ডিপার্টমেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৬৪ জন নিহত বা গুরুতর আহত হয়েছেন, যেখানে চালকের বয়স ছিল ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। যদিও এই বয়সী চালকেরা মোট লাইসেন্সধারীর মাত্র ৮ শতাংশ, তবুও মারাত্মক ও গুরুতর দুর্ঘটনার প্রায় ২৫ শতাংশের জন্য তারাই দায়ী। এই পরিসংখ্যান তরুণ চালকদের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স পাওয়ার পর প্রথম ছয় মাস রাতে গাড়ি চালানোর ওপর সীমাবদ্ধতা থাকবে। একই সময়ে নবীন চালকদের জন্য রাতের বেলা যাত্রী বহনের ক্ষেত্রে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জরুরি প্রয়োজন বা নিকটাত্মীয়দের ক্ষেত্রে কিছু ছাড় রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যজুড়ে ৬৭ শতাংশ লরি চালক গ্র্যাজুয়েটেড ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি ৬৩ শতাংশ চালক ড্রাইভিং লাইসেন্স আরও ঘন ঘন নবায়নের প্রস্তাব সমর্থন করেছেন, যা সড়ক নিরাপত্তা জোরদারের প্রতি চালকদের আগ্রহকে নির্দেশ করে।

প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থার প্রতিও সমর্থন বাড়ছে। ড্যাশ ক্যামেরার ব্যবহার ২০২৪ সালে যেখানে ৬৬ শতাংশ সমর্থন পেয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে। গবেষণায় আরও উঠে এসেছে, বাণিজ্যিক যানবাহনে ডুয়াল-ফেসিং ক্যামেরা বাধ্যতামূলক করা এবং ঝুঁকিপূর্ণ চালনা শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) টেলিমেটিক্স সিস্টেম ব্যবহারের পক্ষে মত দিচ্ছেন অধিকাংশ চালক।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় দেশজুড়ে সমর্থন থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েটেড ড্রাইভিং লাইসেন্স চালুর প্রস্তাব নাকচ করেছিল। তবে নর্দার্ন আয়ারল্যান্ডের সিদ্ধান্তের পর স্কটল্যান্ডের পরিবহনমন্ত্রীও সড়ক নিরাপত্তা বাড়াতে নিজ দেশে পরীক্ষামূলকভাবে GDL চালুর আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

দাসপ্রথায় ক্রাউনের ভূমিকা প্রকাশঃ রাজা চার্লসের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জোরালো দাবি

যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট

ঋষি সুনাকের উপর চাপ বাড়ছে, ইংল্যান্ডে ফের ধর্মঘটে চিকিৎসকরা