যুক্তরাজ্যে আগামী মাসে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সপ্তাহ (International Trade Week – ITW) ২০২৫। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে যুক্তরাজ্যের Department for Business and Trade (DBT), যা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারে প্রসার ও রপ্তানিমুখী হতে সহায়তা করবে। ইভেন্টটি স্পন্সর করেছে Santander UK এবং এতে থাকছে অনলাইন ও সশরীরে অংশগ্রহণের সুযোগ।
এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে থাকছে বিশেষজ্ঞদের নেতৃত্বে ওয়েবিনার, কর্মশালা, বৈশ্বিক বাজার ও বাণিজ্যচুক্তি বিষয়ক তথ্য, এবং DBT ও অংশীদার সংস্থাগুলোর সহায়তা। উদ্যোক্তারা এখান থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নতুন বাজারে প্রবেশের দিকনির্দেশনা পাবেন। এছাড়া থাকবে নেটওয়ার্কিংয়ের সুযোগ, যেখানে দেশজুড়ে রপ্তানিকারক, ব্যবসায়ী ও ট্রেড পেশাজীবীরা একত্র হবেন।
ব্যবসায়িক সংগঠনগুলোর পাশাপাশি সরকারি সংস্থা ও ব্যাংকগুলোও অংশ নিচ্ছে এই উদ্যোগে। আন্তর্জাতিক ব্যাংক Santander UK জানিয়েছে, তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষজ্ঞ দল উদ্যোক্তাদের জন্য আর্থিক ও অ-আর্থিক সহায়তা প্রদান করবে। ব্যাংকের কর্পোরেট বিভাগ জানায়, যুক্তরাজ্যের ব্যবসাগুলোর আন্তর্জাতিক যাত্রা আরও সহজ করতে তারা নিবেদিতভাবে কাজ করছে।
Department for Business and Trade (DBT) বলছে, আন্তর্জাতিক বাণিজ্য সপ্তাহ যুক্তরাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) জন্য নতুন বাজারে প্রবেশ ও রপ্তানি বৃদ্ধির বাস্তব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে যারা রপ্তানির ক্ষেত্রে নতুন, তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ সুযোগ।
বিগত বছরগুলোর মতো এবারও ITW-তে থাকছে সাফল্যের গল্প শেয়ার করার আয়োজন।
The Scott Partnership-এর সিইও ক্যাথ ডার্লিংটন MBE বলেন, “ITW এমন এক আয়োজন যেখানে সারা যুক্তরাজ্যের সেরা অভিজ্ঞতা একত্রিত হয়। রপ্তানি সম্প্রসারণ ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এটি অত্যন্ত কার্যকর।”
অন্যদিকে Micro-Fresh-এর প্রতিষ্ঠাতা ও সিইও বায়রন ডিক্সন OBE বলেন, “DBT আমাদের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নতুন বাজারে সংযোগ তৈরি করতে সাহায্য করেছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে রূপ নিতে পারে।”
এছাড়া Paxman Scalp Cooling-এর আন্তর্জাতিক বিক্রয় বিভাগের প্রধান আনা পার্কার বলেন, “ITW আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের বাস্তব চ্যালেঞ্জ বুঝতে ও কার্যকরভাবে প্রস্তুতি নিতে সহায়তা করেছে। যারা বৈশ্বিকভাবে নিজেদের ব্যবসা বাড়াতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে চমৎকার সূচনা।”
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য উদ্যোক্তারা businessandtrade.gov.uk/export-academy/events ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।
সূত্রঃ ইউকে ডট গভ
এম.কে