13.5 C
London
October 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সুদের হার কমে ৪.২৫% — ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ধাক্কা মোকাবেলায় পদক্ষেপ

যুক্তরাজ্যে সুদের হার এক চতুর্থাংশ কমিয়ে ৪.২৫% করেছে ব্যাংক অব ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ এবং অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের মুদ্রানীতি কমিটির (MPC) এই সিদ্ধান্তে সতর্কতা থাকলেও, মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় তারা হার কমানোর সুযোগ দেখেছে। তবে ব্যাংক পূর্বাভাস দিয়েছে, মূল্যস্ফীতি ২% লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগবে।

চ্যান্সেলর র‍্যাচেল রিভসের £২৫ বিলিয়ন কর বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং দুর্বল ভোক্তা আস্থা—সব মিলিয়ে আগামী মাসগুলোতে যুক্তরাজ্যের অর্থনীতি আরও চাপে পড়তে পারে বলে জানিয়েছে ব্যাংক।

ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, “বৈশ্বিক অনিশ্চয়তা মাথায় রেখে আমরা ধীরে ও সতর্কভাবে এগোব।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৮ মে ২০২৫

আরো পড়ুন

ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে পেনশনের বয়স বৃদ্ধি করে ৭১ বছর করার পরিকল্পনা সরকারের

রানির শেষকৃত্যানুষ্ঠানের লাইভ আপডেট

অনলাইন ডেস্ক