TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্কুলে মুসলিম শিশুদের নামাজ পড়া নিয়ে মন্তব্যে বিতর্কঃ রাজনৈতিক উত্তেজনা

রিফর্ম ইউকের সিনিয়র কাউন্সিলর কার্ল অ্যাবট মুসলিম প্রার্থনা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেন, “আমি উদ্বিগ্ন শিশুদের প্রাইমারি স্কুলে মুসলিম প্রার্থনার পদ্ধতি শেখানোর বিষয়ে।”

 

এই মন্তব্য তিনি লেইস্টারশায়ার কাউন্টি কাউন্সিলের অভ্যন্তরীণ প্রিভেন্ট (সন্ত্রাসবাদ প্রতিরোধ) ব্রিফিংয়ে করেছিলেন, যেখানে রাজনীতিবিদ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে উপস্থিত লেবার কাউন্টি কাউন্সিলর জুয়েল মিয়া বলেন, অ্যাবটের মন্তব্য পক্ষপাতমূলক এবং তিনি কার্ল অ্যাবটকে তার পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “কাউন্সিলরের মন্তব্যগুলি সঠিক নয়, এটি গ্রহণযোগ্য নয়।”

অ্যাবট বলেন, তিনি “ব্যক্তিগতভাবে এতে একমত নন” এবং নিজের মন্তব্যকে “উদ্বেগ প্রকাশ” হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে জুয়েল মিয়া মন্তব্য করেন, মুসলিম প্রার্থনা শিখলে শিশুদের র‌্যাডিকালাইজেশনের সঙ্গে যুক্ত করে এমন কোনো প্রমাণ নেই।

বিরোধী ও অন্যান্য দলের কাউন্সিলররা অ্যাবটের মন্তব্যকে ইসলামফোবিক ও বিভাজক হিসেবে আখ্যায়িত করেছেন।

কনজারভেটিভ কাউন্টি কাউন্সিলের নেত্রী দেবোরাহ টেলর বলেন, “মুসলিম প্রার্থনার সঙ্গে চরমপন্থাকে যুক্ত করা অনুপযুক্ত এবং সরকারি দায়িত্বের বা মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অ্যাবটের উক্তি।”

গ্রিন পার্টির কাউন্সিলর নাওমি বটমলি বলেন, “শিশুদের বিভিন্ন ধর্ম শেখানোকে ভয় পাওয়া বা অপরাধের সঙ্গে যুক্ত করা সম্পূর্ণভাবে ভুল ও বিপজ্জনক।”

রিফর্ম ইউকের মুখপাত্র বলেছে, অ্যাবট সঠিকভাবে তার উদ্বেগ তুলে ধরেছেন এবং ব্রিটেন খ্রিস্টান দেশ হিসেবে সংস্কৃতিগত পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার জন্য অ্যাবট কথা বলেছেন।

কাউন্সিলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি বলে জানা যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে হোম অফিসের ভুল সিদ্ধান্তে দুই শিশু যুক্তরাজ্য ছাড়ার মুখে, শেষমেশ পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ

লন্ডনে আলোচনায় আপসানা বেগমঃ কাউন্সিল হাউসে থাকায় প্রশ্ন উঠেছে ন্যায্যতা নিয়ে

নিউজ ডেস্ক