TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্টারমারের নতুন পরিকল্পনাঃ আশ্রয়প্রার্থীদের জন্য ডিজিটাল আইডি চালু হচ্ছে

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে আশ্রয়প্রার্থীদের জন্য ডিজিটাল আইডি কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগ অবৈধ কাজকর্ম প্রতিহত করবে এবং আশ্রয়প্রার্থীদের বৈধভাবে পরিচয় নিশ্চিত করতে সহায়ক হবে।
স্টারমারের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জানানো হয়, বর্তমানে ইংল্যান্ডে আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে রাখার জন্য হোটেল ব্যবহার করা হচ্ছে। এতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে এবং জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। এই চাপ কমাতে সরকার আশ্রয়প্রার্থীদের শিল্প এলাকা ও সামরিক ঘাঁটির মতো বিকল্প স্থানে স্থানান্তরের পরিকল্পনাও করছে।
সরকারি তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত ছোট নৌকায় করে ২৮,০০০–এর বেশি অভিবাসী ইংল্যান্ডে প্রবেশ করেছে। বর্তমানে ২০০টিরও বেশি হোটেলে ৩২,০০০–এর বেশি আশ্রয়প্রার্থী অবস্থান করছে। হোটেলভিত্তিক এই ব্যবস্থা দৈনিক কোটি কোটি পাউন্ড ব্যয় বাড়াচ্ছে, যা টেকসই নয় বলে মনে করছে সরকার।
স্টারমার সংসদে বলেন, “অবৈধভাবে দেশে প্রবেশকারীরা অনেকে কাজ পাচ্ছে, যা অন্যদের জন্য একটি ‘পুল ফ্যাক্টর’। ডিজিটাল আইডি চালু হলে এ ধরনের অবৈধ কাজ বন্ধ হবে এবং আমরা নিয়ন্ত্রণ ফিরে পাব।”
তবে এ পরিকল্পনা নিয়ে সমালোচনাও রয়েছে। নাগরিক অধিকার সংগঠনগুলো বলছে, ডিজিটাল আইডি চালুর মাধ্যমে সাধারণ মানুষের ওপর নজরদারি বাড়তে পারে। অতীতে টনি ব্লেয়ারের আমলেও এ ধরনের পরিকল্পনা হয়েছিল, কিন্তু গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতা নিয়ে বিতর্কের কারণে তা বাতিল করা হয়েছিল।
স্টারমার সরকার বলছে, এবার প্রস্তাবিত ডিজিটাল আইডি হবে সীমিত পরিসরে এবং মূলত আশ্রয়প্রার্থীদের জন্যই ব্যবহৃত হবে। এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে চালুর চিন্তাভাবনাও করা হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ক্যান্সারের মৃত্যু হার প্রথম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশিঃগবেষণা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে জাতীয় অভিযানের ঘোষণা, কঠোর নজরদারিতে হোম অফিস

রুশনারা আলীর পদত্যাগ দাবিতে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বিক্ষোভ