যুক্তরাজ্যে আর্থিক দৈন্যদশা দেখা দিয়েছে দীর্ঘদিন হতে। আগের কনজারভেটিভ সরকার যেমন বের হতে পারে নাই অর্থনৈতিক দৈন্যদশা হতে একইভাবে লেবার সরকারও ভুগছে একই সমস্যায়। বর্তমান সরকার তাই বিভিন্ন ধরনের ফি’স যুক্ত করতে যাচ্ছে নাগরিকদের উপর। সরকার বিবেচনা করছে স্ট্রিমিং সার্ভিস ব্যবহারকারীদের কাছেও টিভি লাইসেন্স ফি আদায়ের কথা।
বলা হচ্ছে, সরকার এমন একটি পরিকল্পনা বিবেচনা করছে যেখানে মানুষকে টিভি লাইসেন্স ফি দিতে হবে, এমনকি তারা যদি শুধুমাত্র স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করে থাকেন তবুও।
যুক্তরাজ্যের অনেক পরিবার তাদের টিভি লাইসেন্স বাতিল করতে চায় বছরে ১৭৪ পাউন্ড চার্জ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু লেবার সরকার জনগণের এই ধারনার বিপরীতে নতুন পরিকল্পনা করতে যাচ্ছে। যে ব্যবস্থায় যদি কেউ শুধুমাত্র নেটফ্লিক্স, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও বা নাও-এরমতো স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে তাদেরকেও বাৎসরিক ফি’স দিতে হবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি সরকারী সম্প্রচারককে অর্থায়নের পদ্ধতি পরিবর্তনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের এপ্রিল থেকে টিভি লাইসেন্স ফি নির্ধারিত হয়েছে প্রতি বছর £১৬৯.৫০, যা প্রতি মাসে প্রায় £১৪ (Direct Debit-এর মাধ্যমে) পাউন্ড পরিশোধ করতে হয়। তথ্যসূত্র হতে জানা যায় আগামী বছর এই ফি’স বাড়িয়ে £১৭৪.৫০ করা হবে।
স্ট্রিমিং সার্ভিসের একজন ক্ষুব্ধ ব্যবহারকারী X (সাবেক Twitter) এ লিখেছেন, ” আমি কেন নেটফ্লিক্স, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও বা নাও-এর জন্য সাবস্ক্রিপশন ফি দেব এবং তারপর এমন একটি বিবিসি টিভি লাইসেন্সের জন্যও অর্থ দেব যা আমি কখনও ব্যবহার করি না? এটা একেবারেই পাগলামি!”
আরেকজন স্যোশাল মিডিয়ায় লিখেছেন,” আমি আমার নেটফ্লিক্স অ্যাকাউন্ট এখনই বাতিল করব। আমি টিভি লাইসেন্স ফি দেই না কারণ আমি সরাসরি সম্প্রচার বা বিবিসি অনুষ্ঠান দেখি না।”
অন্য একজন মন্তব্য করেছেন:
“আমি কেন এমন একটি ফি দেব যা আমি কখনও ব্যবহার করি না। আমি ইতিমধ্যেই সাবস্ক্রিপশনের জন্য অর্থ দিচ্ছি নেটফ্লিক্সকে।”
লেবার পার্টির মন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য লিসা ন্যান্ডি বলেছেন, সরকার বিবিসি-কে সাধারণ করের মাধ্যমে অর্থায়ন করার কথা বিবেচনা করছে না।
উল্লেখ্য যুক্তরাজ্যে টিভি লাইসেন্স একটি আইনগত প্রয়োজন, যদি কেউ চ্যানেলে টিভি সরাসরি দেখেন বা রেকর্ড করে থাকেন তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থ বাৎসরিক ফি’স প্রদান করতে হয়।
সূত্রঃ বিবিসি
এম.কে
০২ ফেব্রুয়ারি ২০২৫