TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্মেথউইকের দম্পতি গ্রেপ্তারঃ ১৪ নারীকে শোষণ, ব্রোথেল ও মানবপাচারের দায়ে কারাদণ্ড

যুক্তরাজ্যের স্মেথউইক (বার্মিংহামের কাছে) থেকে লুইজি কুকু (৪৬) ও কোস্টেলা সোয়ারে (৩৭) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ১৪ জন নারীকে শোষণ ও আধুনিক দাসত্ব অর্থাৎ মর্ডান স্লেভারিতে আটকে রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

 

ভুক্তভোগীদের মধ্যে একজনকে ২০১৫ সালে ইউকে-তে পাচার করা হয়েছিল। তাকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করা হয়, মাদকাসক্ত করা হয়, বড় অঙ্কের ঋণে ফেলে আর্থিকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ২০ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করা হয়। অন্য একজন ভুক্তভোগী ছিল মারাত্মক অপুষ্টিতে ভুগছিল, খাবার কেনার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না, এবং তার হাড় শরীরের বাইরে বেরিয়ে আসছিল।

পুলিশ তিন বছর ধরে তদন্ত চালিয়েছে। তারা অনলাইনে পতিতাবৃত্তির জন্য নারীদের বিজ্ঞাপন দেখার পর দম্পতিকে টার্গেট করে। ২০২৩ সালের মার্চে ওয়ারেন্ট জারি করে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে দেখা গেছে, এই দম্পতি দেশের বিভিন্ন স্থানে পুরুষদের কাছে যৌনসেবা বিক্রি করে প্রায় £৭৩৪,৪০০ উপার্জন করেছেন।

উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে কুকু মানবপাচারের উদ্দেশ্যে ভ্রমণের ব্যবস্থা করার এবং আর্থিক লাভের জন্য পতিতাবৃত্তি নিয়ন্ত্রণের দায়ে দোষ স্বীকার করেন এবং নয় বছর সাত মাসের কারাদণ্ড পান। সোয়ারে আর্থিক লাভের জন্য পতিতাবৃত্তি নিয়ন্ত্রণের দায়ে দোষ স্বীকার করে তিন বছর দুই মাসের কারাদণ্ড পান।

মেজর ক্রাইম টিমের ডিটেকটিভ কনস্টেবল মাহাদি হাসান বলেন, “আমরা তিন বছরের তদন্তের মাধ্যমে প্রমাণ জোগাড় করেছি, ভুক্তভোগীদের নিরাপদে রেখেছি এবং কুকু ও সোয়ারের অপরাধের বিচার নিশ্চিত করেছি।”

সূত্রঃ মেট্রো

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের এইচএসবিসি ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং পরিষেবা বিঘ্নিত

নিজ দেশের বিমানবন্দরেই চরম হয়রানির শিকার ব্রিটিশ সাংবাদিক

সুনাক প্রশাসনে ফের অঘটন, আরও দুই মন্ত্রীর পদত্যাগ