7.8 C
London
March 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্যার হামিদ প্যাটেল অফস্টেড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন

অ্যাকাডেমি ট্রাস্টের প্রধান নির্বাহী স্যার হামিদ প্যাটেলকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে অফস্টেড বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে।
হামিদ প্যাটেল ২০১৯ সাল থেকে অফস্টেড বোর্ডের সদস্য। এই পদে উত্তরসূরি পাওয়া না পর্যন্ত হামিদ প্যাটেল এই পদে থাকবেন বলে জানা যায়। ড্যাম ক্রিশ্চিয়ান রায়ান গত বছরের নভেম্বর মাসে ঘোষণা করেছিলেন যে তিনি অফস্টেড বোর্ড হতে পদত্যাগ করবেন।

ড্যাম ক্রিশ্চিয়ান রায়ান মার্চের শেষে তার দায়িত্ব ছাড়বেন। তিনি দীর্ঘ চার বছর ছয় মাস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলেন।

হামিদ প্যাটেল বর্তমানে স্টার একাডেমিজের প্রধান নির্বাহী। এই প্রতিষ্ঠানটি একটি মাল্টি-অ্যাকাডেমি ট্রাস্ট যা উত্তর ইংল্যান্ড, ওয়েস্ট মিডল্যান্ডস ও লন্ডনের ৩৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করে।

হামিদ প্যাটেল অফস্টেডের দায়িত্ব নেয়ার পর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে পাঁচ মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এই পাঁচ মাসের ভিতরে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হতে পারে।

গত বছর, রায়ান তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। সাবেক এইচএমআই প্রধান পরিদর্শক ডেম ক্রিস্টিন গিলবার্টের নেতৃত্বে পরিচালিত একটি স্বাধীন পর্যালোচনা পরিষদ অফস্টেড প্রধানের কঠোর সমালোচনা করেছিলেন।

গিলবার্ট তার পর্যালোচনায় উল্লেখ করেন অফস্টেডের বিভিন্ন সিস্টেম নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টি ভালো লক্ষণ নয়। পরিদর্শন সংস্থার প্রতিক্রিয়া “রক্ষণাত্মক ও আত্মতুষ্ট” সঠিক হতে পারে না। “পরিদর্শকরা কখনো ভুল করেন না”—এই ধারণা থেকেও সরে আসতে হবে।

এছাড়াও, পর্যালোচনায় বলা হয় যে অফস্টেড বোর্ড এই সংকট মোকাবিলার কৌশল নির্ধারণ এবং গণমাধ্যম ও স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগে কোনো ভূমিকা রাখেনি।

বোর্ডের ভূমিকা ছিল “অদ্ভুতভাবে সীমিত”, যা অফস্টেডের গুরুত্বপূর্ণ কার্যক্রমের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

পর্যালোচনায় সুপারিশ করা হয় যে অফস্টেড তার প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করে বোর্ডের ভূমিকা শক্তিশালী করা উচিত। যাতে এটি পরিদর্শকদের শিখন ও সংস্কারে গঠনমূলক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

অফস্টেড গিলবার্টের সুপারিশ মেনে তার প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে প্রধান পরিদর্শকের অতিরিক্ত ক্ষমতা কমানো যায় এবং জবাবদিহিতা ও সেবা উন্নত করা যায়।

নভেম্বরে, ড্যাম ক্রিশ্চিয়ান রায়ান পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে বলেন, এই দায়িত্ব পালন করা “একটি গৌরবের বিষয়” ছিল, তবে সামনে এখনো অনেক কিছু অর্জন করার আছে।

তিনি আরও বলেন, “অবশ্যই, আমার কাজ ছিল চ্যালেঞ্জিং – আমার কার্যকালের শুরুতে মহামারির প্রভাব ছিল, যা আমরা মোকাবেলা করেছি।

অফস্টেডের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে শিশু ও তরুণরা তাদের প্রাপ্য শিক্ষা ও যত্ন পাচ্ছে কিনা।”

অফস্টেডের প্রধান পরিদর্শক স্যার মার্টিন অলিভার, একটি অস্থির সময়ে বোর্ডকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য রায়ানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে স্যার হামিদ আমাদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি হামিদ প্যাটেলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।”

সূত্রঃ স্কুল’স উইক

এম.কে
১৫ মার্চ ২০২৫

আরো পড়ুন

এয়ার ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে বাতিল হল যুক্তরাজ্যের ৫০০ টির বেশি ফ্লাইট

ব্রিটিশদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফ্রান্স

ব্রিটেনে বেড়েছে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক