7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় পলাতক চার মন্ত্রী!

যুক্তরাজ্যে এবার দেখা গেল আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রী কফি নিয়ে আড্ডায় মশগুল। তাদের সাথে যোগ দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পলাতক নেতাদের চেহারা ছিল হাস্যোজ্জ্বল, চেহারায় নেই কোন অপরাধবোধ!

মূলত অসুস্থ যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে হাসপাতালে দেখতে গিয়ে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় যোগ দেন সবাই।

এ সময় আড্ডায় দেখা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহসহ আরও অনেকে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তার ফেসবুক পেজে ছবি শেয়ার করে তা নিশ্চিত করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

বৈষম্যমূলক আচরণের জন্য লন্ডন মেট পুলিশের আট কর্মকর্তার শাস্তি

যুক্তরাজ্যে এক শিশু যৌন অপরাধীর ইংল্যান্ড হতে নির্বাসন বাতিলের ঘটনায় ক্ষোভ

বড়দিন ও নিউইয়ারের মাঝেই রেল ধর্মঘটের ডাক