TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে M60 মোটরওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় উভয়মুখী রাস্তা বন্ধ, যাত্রীদের দীর্ঘ যানজটে ভোগান্তি

যুক্তরাজ্যে সোমবার সকালবেলা M60 মোটরওয়ের জংশন ২৫ থেকে জংশন ১ পর্যন্ত অংশে চারটি প্রাইভেট কার এবং চারটি লরির মধ্যে সংঘর্ষের ফলে রাস্তা দুদিকেই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল ছিল পোর্টউড রাউন্ডঅ্যাবাউট (জংশন ২৭) থেকে স্টকপোর্ট পিরামিড (জংশন ১) পর্যন্ত।

ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িতরা শুধুমাত্র সামান্য আঘাত পেয়েছেন, তবে রাস্তায় ছড়িয়ে পড়া বিয়ার ব্যারেল ও জ্বালানি তেল পরিষ্কারে দীর্ঘ সময় লাগবে। সংঘর্ষের ফলে রাস্তার বাধা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ওপর মালবাহী ট্রাক থেকে পণ্য পড়ে থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজও জটিল হয়ে পড়েছে।

ঘটনার পর থেকে M60-এর উভয়মুখী রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গড়ে ৩০ মিনিট পর্যন্ত যানজটে পড়তে হচ্ছে। ম্যানচেস্টার বিমানবন্দরে যাতায়াতরতদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চালকদের জন্য ডাইভারশন রুট প্রকাশ করেছে ন্যাশনাল হাইওয়েজ।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ডিভাইডার ব্যারিয়ার কাটার প্রস্তুতি নিচ্ছে যাতে জংশন ২৫ (A560 ব্রেডবুরি) থেকে আটকে পড়া গাড়িগুলো সরিয়ে নেওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দুর্ঘটনার পর চালকদের বেপরোয়া ড্রাইভিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “প্রতিদিনই M60-তে নৈরাজ্য দেখি, দুর্ঘটনা হওয়াটা অবাক হওয়ার মতো নয়।” অন্য একজন লিখেছেন, “এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য নতুন আইন ও রিটেস্ট বাধ্যতামূলক করা উচিত।”

ন্যাশনাল হাইওয়েজ নিশ্চিত করেছে যে, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিষ্কার ও মেরামতের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
০৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে এয়ারবিএনবি-স্টাইলের বাড়ি ভাড়া বন্ধের চিন্তা করছে সরকার

আফগান নারীকে দেশে ফেরত পাঠাতে ভিসা বাতিল করেছে হোম অফিস

ফ্রান্সের অভিবাসী আশ্রয়কেন্দ্রে তহবিল সহায়তা করবে যুক্তরাজ্য