8.9 C
London
March 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য জলবায়ু ন্যায়বিচার বিষয়ক স্নাতক ডিগ্রি চালু করতে যাচ্ছে

যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় জলবায়ু ন্যায়বিচার-কেন্দ্রিক স্নাতক ডিগ্রি চালু করতে যাচ্ছে।

“ক্লাইমেট জাস্টিস, সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট” নামের এই বি,এ কোর্সটি ২০২৬ সালে শুরু হবে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এটি শিক্ষার্থীদের জলবায়ু রাজনীতি, সক্রিয়তাবাদ এবং পরিবেশগত মানবাধিকারের ক্ষেত্রে দক্ষ করে তুলবে।

এটি বাস্তবভিত্তিক সবুজ দক্ষতার সঙ্গে একীভূত হবে, যা পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয়।

নতুন কোর্সের সহ-সমন্বয়ক এবং আন্তর্জাতিক উন্নয়ন ও নৃতত্ত্ব বিভাগের প্রভাষক উইল লক বলেছেন, বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরিবেশগত পড়াশোনার ক্ষেত্রে আরও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে, যা এই নতুন বি,এ কোর্সেও অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফরেস্ট ফুড গার্ডেন ব্যবহারের সুযোগ থাকবে।

লক বলেন, “আমরা নতুন ধরনের মূল্যায়ন এবং শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের চ্যালেঞ্জের সঙ্গে সম্পৃক্ত করার নতুন উপায় সংযোজন করছি। উদাহরণস্বরূপ, আমি এখন যে তৃতীয় বর্ষের কোর্সটি পড়াচ্ছি, যা নতুন বি,এ প্রোগ্রামের অংশ, সেটিতে রাজনৈতিক পরিবেশবিদ্যা এবং পরিবেশগত ন্যায়বিচার অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো মূলত জনসাধারণের কাছে তথ্য পৌঁছানো এবং বিশ্বজুড়ে চলমান অবিচারের কাহিনিগুলো প্রকাশের ওপর জোর দেয়।”

তিনি আরও বলেন, “মডিউলের শেষে প্রচলিত ৫,০০০ শব্দের এসাইনমেন্ট লেখার পরিবর্তে, শিক্ষার্থীরা দলগতভাবে একটি পডকাস্ট তৈরি করবে, যেখানে তারা কেস স্টাডি এবং উদাহরণগুলোর জটিলতা সহজবোধ্যভাবে উপস্থাপন করতে পারবে।”

এই সিদ্ধান্তটি ফিউচার ফোরাম পরিচালিত এক সমীক্ষার পর এসেছে, যেখানে দেখা গেছে, ৭২% ১৪-১৮ বছর বয়সী শিক্ষার্থী আরও প্রাসঙ্গিক এবং কঠোর জলবায়ু পরিবর্তন শিক্ষা চায়। তারা বিশেষভাবে মানবিক ও সামাজিক বিজ্ঞানভিত্তিক জলবায়ু শিক্ষার চাহিদা প্রকাশ করেছে।

লক বলেছেন, বর্তমান শিক্ষার্থীরা ইতিমধ্যেই জলবায়ু ন্যায়বিচার সম্পর্কে সচেতন, কারণ তারা বাস্তবজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে।

তিনি বলেন, “এখন তাদের চারপাশের বিশ্ব বদলে যাচ্ছে, বিষয়টি জরুরি হয়ে উঠছে, এবং তারা এতে সক্রিয়ভাবে যুক্ত হতে চায়। আজকের রাজনীতির কেন্দ্রবিন্দুতে জলবায়ু পরিবর্তন রয়েছে, তাই মানুষ স্বাভাবিকভাবেই এটি সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ মার্চ ২০২৫

আরো পড়ুন

বরিস জনসনকে ‘নিরাপত্তা হুমকি’ মনে করেন লর্ড ব্লাঙ্কেট

নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে তিন ব্রিটিশ-বাংলাদেশির আইনী জয়

অনলাইন ডেস্ক

পথচারীদের প্রাধান্য দিতে লন্ডনের সড়কে লাল ট্রাফিক বাতি