TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য-ফ্রান্সে ’ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তিঃ ফ্রান্সে ফেরত যাবে অবৈধ প্রবেশকারীরা

অভিবাসন সংকট মোকাবিলায় যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির বাস্তবায়ন শুরু হচ্ছে এ সপ্তাহেই। চুক্তি অনুযায়ী, অবৈধভাবে প্রবেশকারীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। বিনিময়ে নিরাপদ ও বৈধ পথে শরণার্থীদের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে—তবে শর্ত হলো তারা আগে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেননি।

জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর গত ৬ আগস্ট প্রথমবারের মতো কয়েকজন অভিবাসীকে আটক করা হয়। এবার তারা ইউরোপে ফেরত পাঠানো হবে বলে স্কাই নিউজ জানিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ বলেছেন, “এটি শিগগিরই শুরু হচ্ছে,” যদিও নির্দিষ্ট ফ্লাইটে কারা থাকবেন তা তিনি নিশ্চিত করেননি। এই পাইলট প্রকল্পটি কার্যকর থাকবে জুন ২০২৬ পর্যন্ত।

অভিবাসন এখন যুক্তরাজ্যের জনমনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ২০১৮ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে দ্রুত সময়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আগত অভিবাসীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

এদিকে অভিবাসনবিরোধী ক্ষোভ শনিবার লন্ডনে সহিংস রূপ নেয়। টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ নামের বিক্ষোভে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয়। ওয়েস্টমিনস্টার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং ২৬ জন পুলিশ আহত হন।

শ্যাডো শিক্ষা সচিব লরা ট্রট এই সহিংস ঘটনাকে “অগ্রহণযোগ্য ও ঘৃণ্য” বলেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভ প্রমাণ করছে জনগণ সরকারের অভিবাসন নীতিতে হতাশ। তার ভাষায়, “গ্যাং ভাঙার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, অথচ আমরা দেখছি অভিবাসন বেড়েছে।” তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও “দিকহীন” বলে সমালোচনা করেন।

অন্যদিকে ব্যবসা সচিব পিটার কাইল বলেন, পুলিশের ওপর হামলা “অগ্রহণযোগ্য” হলেও এটি প্রমাণ করে যুক্তরাজ্যে স্বাধীন মতপ্রকাশ বিদ্যমান। তিনি দাবি করেন, সরকার অভিবাসন সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। কাইলের মতে, ফ্রান্সের সঙ্গে সহযোগিতা করায় ইতিবাচক ফল আসছে এবং ফ্লাইট দ্রুত শুরু হবে।

সরকারি মন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট হয়েছে—অভিবাসন নিয়ন্ত্রণে জনঅসন্তোষ বাড়ছে, আর নতুন এ চুক্তিই এখন সরকারের প্রধান ভরসা।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

সৃজনশীল কর্মীদের জন্য ইউকে ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসার গাইডলাইন

অভিবাসনের নেতিবাচক প্রভাবে বিশ্বাসী যুক্তরাজ্যের ৪৩ শতাংশ জনগণ

পঞ্চাশোর্ধ্বদের ভ্যাকসিনের ৩য় ডোজ দেবে ব্রিটেন