যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল এবং তার মন্তব্যগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের নিরাপত্তা কৌশলে ইউরোপে অভিবাসনের কারণে “সভ্যতাগত নিশ্চিহ্নকরণ” এবং ইউরোপীয় সভ্যতার সংকটের কথা বলা হয়েছে, যা মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক চক্রান্ত বলে মনে করেন শাবানা মাহমুদ। তিনি বলেন, “এ ধরনের মন্তব্য মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক পয়েন্ট নেয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
শাবানা মাহমুদ যুক্তরাজ্যে মাল্টিকালচারালিজমের সফলতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাজ্য বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষদের একত্রে শান্তিপূর্ণভাবে বাস করতে সাহায্য করেছে। মাহমুদ বলেন, “আমরা একটি মাল্টিফেইথ, মাল্টি-ইথনিক দেশ এবং এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ভালোভাবে একত্রে বসবাস করতে সক্ষম হয়েছি।” তবে তিনি এও স্বীকার করেছেন যে, একীভূতকরণের ক্ষেত্রে এখনও কাজ করার প্রয়োজন রয়েছে, তবে অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্য এই চ্যালেঞ্জগুলো ভালভাবেই মোকাবিলা করেছে।
ট্রাম্পের কৌশল ইউরোপে “প্যাট্রিয়টিক” রাজনৈতিক দলগুলোর শক্তি বৃদ্ধির আহ্বান জানায়, যা শাবানা মাহমুদ গ্রহণযোগ্য বলে মনে করেন না। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ইউরোপের দেশগুলো তাদের রাজনৈতিক আস্থা নিজস্বভাবে নির্বাচন করতে পারবে এবং তা অন্যদের ওপর চাপিয়ে দেয়া উচিত নয়।” যুক্তরাজ্য স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার মূল্যবোধে বিশ্বাসী এবং সে কারণেই তিনি ট্রাম্পের কৌশলকে প্রত্যাখ্যান করেছেন।
শাবানা মাহমুদ মুসলিম স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নিজের ভূমিকা নিয়ে গর্বিত। তিনি বলেন, “আমি গর্বিত যে, আমি মুসলিম হিসেবে একটি মাল্টিকালচারাল দেশকে সেবা করতে পারছি।” যখন তাকে প্রশ্ন করা হয় যে, যুক্তরাজ্য কখনো মুসলিম প্রধানমন্ত্রী পাবে কি না, তিনি বলেন, “এটি ভবিষ্যতের ব্যাপার, তবে আমি বলবো, আমাদের দেশে আজ একজন মুসলিম স্বরাষ্ট্র মন্ত্রী আছেন, যা এই দেশের জন্য সম্ভব।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

