-2.1 C
London
January 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য লেবার সরকার জোর করে ফেরত পাঠাচ্ছে অবৈধ অভিবাসীদের

যুক্যরাজ্য হোম অফিস বলেছে, জুলাই থেকে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

কেয়ার স্টারমার রুয়ান্ডা পরিকল্পনা বাতিলের পর রেকর্ড সংখ্যক প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী ও বিদেশি অপরাধীদের বহিষ্কারের কথা গর্ব করে বলেছেন। তবে মানবাধিকার ক্যাম্পেইনারদের ভাষায় এটি তাদের হতাশ করেছে।

হোম অফিস বৃহস্পতিবার জানিয়েছে, জুলাইয়ে নির্বাচনের পর থেকে ১৬,৪০০-এর বেশি ‘অভিবাসন অপরাধী ও বিদেশি অপরাধী’কে ফেরত পাঠানো হয়েছে। যা ২০১৮ সালের পর থেকে পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ।

বিভাগটি এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক ফেরত পাঠানোর সংখ্যা গত ১২ মাসের তুলনায় ২৪% বেড়েছে। জুলাই থেকে ২,৫৮০ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বিদেশি অপরাধী। যা গত বছরের তুলনায় ২৩% বেশি।

স্টারমার বলেছেন, দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা রুয়ান্ডা পরিকল্পনার তুলনায় একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। রুয়ান্ডা পরিকল্পনাটি ৩০০ জনকে কিগালিতে পাঠানোর জন্য £৬০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হতো।

“যারা পাচারকারীদের শিকার হচ্ছে, তাদের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বার্তা হলো, “আপনি অর্থ নষ্ট করছেন এবং যদি অবৈধভাবে যুক্তরাজ্যে পৌঁছান। তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপনাকে আপনার নিজ দেশে ফেরত পাঠানো হবে। আমি অত্যন্ত খুশি যে গত ছয় মাসের পরিসংখ্যানে দেখা যায় রেকর্ড সংখ্যক ১৬,৪০০ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। যারা যুক্তরাজ্যে থাকার যোগ্য নন।

এটি এখন ছয় বা সাত বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা, কারণ এই সরকার নিশ্চিত করেছে এখানে থাকার অযোগ্য ব্যক্তিদের ফেরত তারা ফেরত পাঠাবে। লেবার সরকার রুয়ান্ডা পরিকল্পনার মতো অকার্যকর জিনিসে সময় নষ্ট করছে না।”

এনজিও ডিটেনশন অ্যাকশনের পরিচালক জেমস উইলসন বলেন, “আশ্রয়প্রার্থী ও অন্যান্য অভিবাসীদের প্রতি সরকারের এমন অমানবিক ভাষা ব্যবহারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

মানুষকে তাড়াহুড়ো করে ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় তারা প্রয়োজনীয় সুরক্ষা অমান্য করার ঝুঁকি নিচ্ছে। কিছু ক্ষেত্রে শিশুদের তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করছে এবং যারা শৈশব থেকেই যুক্তরাজ্যে রয়েছেন তাদেরও ফেরত পাঠাচ্ছে।

যদিও আমরা আশ্রয় দাবিগুলোর প্রসেসিংয়ের উন্নতিকে স্বাগত জানাই, প্রতিটি আবেদন সম্পূর্ণ এবং ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করতে হবে এবং নিরাপদ পথগুলো দ্রুত চালু করতে হবে যাতে বিপজ্জনক যাত্রাগুলোর প্রয়োজন কমে।”

লেবার দল টোরিদের রুয়ান্ডা বিতাড়ন পরিকল্পনা বাতিল করার পর প্রচুর পরিমানে অভিবাসন কর্মীকে কাজে নিয়োগ দিয়েছে। যাদের কাজ অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর। যার মাধ্যমে তারা অবৈধ অভিবাসীদের সংখ্যাকে নিয়ন্ত্রণে আনতে চায়।

কনজারভেটিভরা স্টারমারকে রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করার জন্য সমালোচনা করেছে। বিরোধীদলীয় নেতা কেমি বেডনক বলেছেন, “রুয়ান্ডা নীতি একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করত, যা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রবাহ থামাত।” আয়ায়ায়ায়া@আয়া@আ@আয়ায়ায়া

বৃহস্পতিবার সকালে, স্টারমার মানবপাচারকারীদের লক্ষ্য করে একটি নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, “এই পরিকল্পনা মানবপাচার বাণিজ্যে লোকেদের জড়িত হওয়া থেকে বিরত রাখবে কারণ তারা যুক্তরাজ্যে থাকা সম্পদ হারানোর ঝুঁকিতে পড়বে।

আমরা মানব পাচারে জড়িত গ্যাংদের অর্থ বাজেয়াপ্ত করব, বিচার করব এবং তাদের কারাগারে পাঠাব।”

কনজারভেটিভরা দাবি করেছে, লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে আসা অভিবাসীদের মধ্যে মাত্র ৫% ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।

ছায়া স্বরাষ্ট্রসচিব ক্রিস ফিলিপ বলেন, “সরকার ছোট নৌকার মাধ্যমে আসা অভিবাসীদের সঙ্গে সম্পর্কহীন ফেরত পাঠানোর পরিসংখ্যান যোগ করে হিসাব গুবলেট করে দিয়েছে। সরকার যে অবৈধ অভিবাসী প্রতিরোধের দাবি করছে, তা সম্পূর্ণ মিথ্যা। রুয়ান্ডা পরিকল্পনা একটি বাস্তব প্রতিরোধ ব্যবস্থা হতো, কিন্তু লেবার সরকার এটি শুরু হওয়ার আগেই বাতিল করেছে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাজেটের বড় অংশ আসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট হতে

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শর্তহীন নয়ঃ ডেভিড ক্যামেরন

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে আইফোনে!

অনলাইন ডেস্ক