11.2 C
London
December 21, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাজ্য সহ আরো অন্তত ২৫ দূতাবাসে রাষ্ট্রদূত পরিবর্তনের সম্ভাবনা

অন্তত ২৫টি দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে সাত রাষ্ট্রদূতকে বুধবার (১৪ আগস্ট) ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে আগামী ছয় মাসের মধ্যে বর্তমানে চাকরিরত ছয় রাষ্ট্রদূতদের মেয়াদ শেষ হবে। এর মধ্যে ডিসেম্বরেই শেষ হবে ছয় রাষ্ট্রদূতের।

অন্যতম গুরুত্বপূর্ণ পদে বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক মেয়াদ ডিসেম্বরে শেষ হবে এবং সেখানে নতুন একজনকে নিয়োগ দিতে হবে সরকারকে। এছাড়া ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টরের মেয়াদও ডিসেম্বরে শেষ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে এক বছরের মধ্যে এত বেশি সংখ্যক পদায়নের বিষয়টি এর আগে হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূত পাঠানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সব দূতাবাসই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যে কিছু মিশন বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া পরিবর্তিত পরিস্থিতির কারণে রাষ্ট্রদূত পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয় দক্ষতা ও যোগ্যতা বিশেষভাবে বিবেচনা করবে।’

আরেক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে একটি অভাবনীয় পরিবর্তন হয়েছে। নতুন সরকারের ভিশন ও উদ্দেশ্য স্বাভাবিক যেকোনও সময়ের থেকে ভিন্ন। এ পরিস্থিতিতে বিদেশি বন্ধুদের বিষয়টি বোঝানো এবং সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। এই বিশেষ মুহূর্তে সরকারের মনোভাব সঠিকভাবে তুলে ধরার জন্য বর্তমানে কর্মরত রয়েছেন এমন পেশাদার কূটনীতিকদের প্রয়োজন হবে।’

তিনি বলেন, ‘পেশাদার কূটনীতিকদের বাইরে থেকে দক্ষ কাউকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে কূটনৈতিক নিয়ম, শিষ্টাচারসহ জটিল বৈদেশিক সম্পর্ক অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে আত্মস্থ করতে হবে। পেশাদার কূটনীতিকদের বাইরে থেকে কাউকে নিয়োগ দিলে ওই ঝুঁকিটা থেকে যায়।’

সাবেক কূটনীতিকদের বিবেচনায় নেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি হতে পারে। তবে সেটি একটি বা দুটি মিশনের বেশি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রায় সবসময় রাষ্ট্রদূত বাইরে থেকে দেওয়া হয়েছে। তারা অনেকে সাবেক কূটনীতিক বা আমলা। একইভাবে ভারতে বেশিরভাগ সময়ে সাবেক কূটনীতিক বা আমলাদের পদায়ন করা হয়েছে।’

গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠানো হয় এবং কম গুরুত্বপূর্ণ জায়গায় যুগ্ম সচিব পদ মর্যাদার পেশাদার কূটনীতিকদের প্রথমবারের মতো রাষ্ট্রদূত করে পাঠানো হয়।

যেসব দূতাবাস খালি হয়েছে এবং আগামী আট মাসের খালি হচ্ছে তার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আছে। যেমন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়ামসহ (ইইউর সদর দফতর) অন্যান্য দেশ রয়েছে এই তালিকায়।

এম.কে
১৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নরসিংদীতে গ্রেপ্তার সিলেটের পরিবহন শ্রমিক নেতা মঈন

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

পাথর পাচারের টাকায় ফুলে উঠছে উপরমহলের পকেট

অনলাইন ডেস্ক