TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য হ্যাম্পশায়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিশাল জট

বিবিসির হাতে আসা একটি ফাঁস হওয়া মেমোরেন্ডামের তথ্যানুযায়ী, কিছু ম্যাজিস্ট্রেট আদালত সমূহ “অত্যন্ত সীমিতভাবে” বিচার কার্যক্রম পরিচালনা করবে। কারণ হিসাবে জানানো হয়েছে আদালত সমূহে আইন বিভাগের কর্মীদের অভাব রয়েছে।

হ্যাম্পশায়ার, আইল অফ ওয়াইট এবং উইল্টশায়ারের ফৌজদারি আদালতগুলোর সংখ্যা কমে আসবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আদালতের সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলে একজন আদালত প্রশাসক জানিয়েছেন।

আইনি পরামর্শদাতাদের (যারা বিচারকদের আইনি সহায়তা প্রদান করেন) ঘাটতির কারণে সেপ্টেম্বর পর্যন্ত এই সীমাবদ্ধতা চলবে বলে জানা যায়।

ন্যায়বিচার মন্ত্রণালয় এই সীমিত কার্যক্রম নিশ্চিত করেছে এবং বলেছে, প্রভাবিত আদালতগুলোকে সহায়তার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে।

ফাঁস হওয়া মেমোতে বলা হয়েছে, কর্মী সংকটের ফলে “অসহনীয় দৈনিক চাপ” এবং “শেষ মুহূর্তে আদালত বন্ধ করার” মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে: “এই পরিস্থিতি সমাধানের জন্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস এই তিন মাস পর্যন্ত গুরুতরভাবে সীমিত আদালতের কার্যক্রম পরিকল্পনা গ্রহণ করব।

আমরা বুঝতে সক্ষম হয়েছি এটি একটি অত্যন্ত কঠিন অবস্থা, তবে আমরা বিশ্বাস করি এই ধরনের পরিস্থিতি সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা মোকাবেলা করতে সক্ষম হব এবং এবং স্থিতিশীলতা বৃদ্ধি করতে সক্ষম হব।”

ম্যাজিস্ট্রেটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সারা দেশে, বিশেষ করে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে, আইনি পরামর্শদাতাদের ঘাটতি রয়েছে।

প্রধান নির্বাহী টম ফ্র্যাংকলিন বলেন, ” প্রতি বছরেই বিচার দিনের কার্যক্রম বাতিল বা বিলম্বিত হচ্ছে। আইনি পরামর্শদাতাদের সংখ্যা বাড়ানো এবং তাদের ধরে রাখা আরও ভালো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। এটি কিছুটা খরচ বাড়াতে পারে, কিন্তু সামান্য অর্থ বরাদ্দের মাধ্যমে আদালতের জট সমস্যার সমাধানে বড় পরিবর্তন আনা সম্ভব।”

আইনজীবীদের প্রতিনিধিত্বকারী সংস্থা ল সোসাইটি জানিয়েছে, শুধু আইনি পরামর্শদাতা নয়, ম্যাজিস্ট্রেট, আইনজীবী এবং কারাগারে কর্মীরও ঘাটতি রয়েছে।

প্রেসিডেন্ট রিচার্ড অ্যাটকিনসন বলেন, “ম্যাজিস্ট্রেট আদালতের মামলা জট ইতোমধ্যে অনেক বেশি এবং ক্রমাগত বাড়ছে। সেপ্টেম্বরে ৩৩৩,৩৪৯টি মামলা পেন্ডিং ছিল।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হ্যাম্পশায়ার এবং আইল অফ ওয়াইটে ১১,৯১৬টি উন্মুক্ত মামলা ছিল, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। উইল্টশায়ারে এই সংখ্যা হল ২,৩৫০।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মামলার জট সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

ন্যায়বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “নতুন আইনি পরামর্শদাতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন নিশ্চিত করার জন্য, হ্যাম্পশায়ারে পরবর্তী বছরে সাময়িকভাবে ম্যাজিস্ট্রেট বিচার কার্যক্রম সীমিত করা হবে।

“এই সময়ে বিচার অব্যাহত রাখতে আদালতগুলোকে সহায়তার জন্য অতিরিক্ত অর্থ মোতায়েন করা উচিত।”

এই মাসের শুরুর দিকে সরকার ক্রাউন কোর্টে রেকর্ড পরিমাণ মামলা জটের মুখে ফৌজদারি বিচার ব্যবস্থার পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়।

সরকার জানিয়েছে, প্রাক্তন হাই কোর্টের বিচারপতি স্যার ব্রায়ান লেভেসনের নেতৃত্বে তদন্ত ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বৃদ্ধি করা যায় কিনা তা বিবেচনা করবে, যাতে ক্রাউন কোর্টগুলোর ওপরের চাপ কমানো সম্ভব হয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ধারণার চেয়েও দ্রুত বাড়ছে বেকারত্ব

লন্ডন টিউব স্ট্রাইক স্থগিত

লন্ডনে মুঘলদের মূল্যবান হিরা-পান্নার চশমা নিলামে