6.4 C
London
January 27, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক তথ্য ফাঁসের অভিযোগ চীনের শীর্ষ জেনারেলের উপর

চীনের শীর্ষ জেনারেল ঝাং ইউসিয়া যুক্তরাষ্ট্রকে দেশীয় পারমাণবিক অস্ত্র প্রোগ্রামের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। এটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে বেনামী সূত্রের বরাতে উচ্চপর্যায়ের ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

৭৫ বছর বয়সী ঝাংয়ের বিরুদ্ধে সরকারি পদে ঘুষ নেওয়া, রাজনৈতিক গোষ্ঠী গঠন এবং সামরিক সিদ্ধান্তে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে। বিশেষভাবে বলা হচ্ছে, তিনি একজন কর্মকর্তাকে প্রতিরক্ষা মন্ত্রী পদে উন্নীত করার বিনিময়ে বড় পরিমাণ অর্থ গ্রহণ করেছেন।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুসন্ধান ঝাংয়ের সামরিক ক্ষমতার তত্ত্বাবধানে থাকা সংস্থা, যা সামরিক হার্ডওয়্যারের গবেষণা, উন্নয়ন এবং ক্রয় দেখাশোনা করে, তার কাজকর্মও পর্যবেক্ষণ করছে।

লিউ জেনলি, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় মিলিটারী কমিশনের একজন সদস্য, তার বিরুদ্ধেও “গুরুতর শৃঙ্খলা ও আইনের লঙ্ঘন” অভিযোগে তদন্ত চলছে। উভয় জেনারেলই ১৯৭০ ও ৮০-এর দশকে ভিয়েতনামের সঙ্গে সীমান্ত সংঘাতে অংশ নিয়েছিলেন, যা চীনের সাম্প্রতিক শেষ যুদ্ধ হিসেবে বিবেচিত।

এই অভিযান চীনের সেনাবাহিনীতে শীর্ষ স্তরের শক্তিশালী শুদ্ধি অভিযানকে আরও বিস্তৃত করেছে। এটি শি জিনপিংয়ের ক্ষমতাধর ঘনিষ্ঠ সহযোগীর প্রথমবারের মতো খোঁজ, যা তার ২০২৩ সালে শুরু করা সেনাবাহিনীর দুর্নীতি দূরীকরণ অভিযানের ধারাবাহিক পদক্ষেপ। অভিযানের ফলে ইতিমধ্যেই দুইজন সহ-সেনা চেয়ারম্যান, তিনজন সিএমসি সদস্য, একজন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং একাধিক সিনিয়র জেনারেল বরখাস্ত হয়েছেন।

এই তদন্ত চীনের সামরিক ক্ষমতার অভ্যন্তরীণ স্থিতিশীলতায় গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র দুর্নীতি উৎপাটনের অংশ নয়, বরং শি জিনপিংয়ের সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ শক্তিশালী করার একটি পদক্ষেপও।

সূত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল

এম.কে

আরো পড়ুন

শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের অভিযোগে সাবেক ট্রাম্প উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

জাতীয় নিরাপত্তার অজুহাতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প, তালিকায় নতুন দেশ ও ফিলিস্তিনি নথিধারীরা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলঃ আমাদের অঞ্চলে কীভাবে প্রভাব ফেলবে