শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। তখনও উইকেটে ছিলেন সাকিব আল হাসান, জাকের আলি। কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ল দলটির ব্যাটিং লাইনআপ।
১৯ রান তুলতেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। তাতে ৬ রানের জয় পায় যুক্তরাষ্ট্র। ফলে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নিয়ে ইতিহাস গড়ল শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র।
প্রথম দল হিসেবে এই সংস্করণে হারের সেঞ্চুরির বিব্রতকর রেকর্ড গড়ল তারা। ১৬৮ টি-টোয়েন্টি খেলে ৬৪ জয়ের বিপরীতে টাইগারদের হার ১০০ ম্যাচে। চারটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বৃহস্পতিবার ২৩ মে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
এম.কে
২৪ মে ২০২৪