6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করছে চীন

চীনে যেতে যুক্তরাষ্ট্রের পর্যটকদের এখন থেকে আর একগাদা কাগজপত্র জমা দিতে হবে না। বরং যুক্তরাষ্ট্র থেকে পর্যটক আনতে চীনা সরকার সে দেশে ভিসার আবেদন অনেক সহজ করার ঘোষণা দিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে যা কার্যকর হবে।

গত শুক্রবার ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে এসব তথ্য জানানো হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় তিন বছর চীন নিজেদের দরজা বন্ধ রেখেছিল। যার মারাত্মক প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতে।

এ বছরের শুরুতে লকডাউনের সব বিধিনিষেধ তুলে নেওয়ার পর পর্যটক আকর্ষণে দেশটির সরকার নানা ধরণের উদ্যোগ গ্রহণ করছে।

যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্যও নতুন এই সুবিধার ঘোষণা এসেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়, এখন থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের চীনের ভিসার জন্য আবেদন করতে আবেদনপত্রের সঙ্গে বিমানের টিকেট বুকিং করার নথি, হোটেল রিজার্ভেশন বা ইনভাইটেশন লেটার জমা দিতে হবে না।

এর আগে চীন সরকার ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার পর্যটকদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ করে দিয়েছে। গত ১ ডিসেম্বর থেকে যা কার্যকর হয়েছে।

এই সুযোগ আগামী ১২ মাস বহাল থাকবে এবং এই সময়ে উপরের ছয় দেশের নাগরিকরা সর্বোচ্চ ১৫ দিন ভিসা ছাড়া চীন ভ্রমণ করতে পারবেন।

তারও আগে গত নভেম্বর মাস থেকে চীন তাদের ভিসা-মুক্ত ভ্রমণ নীতিতে আরো কয়েকটি দেশকে যুক্ত করেছে এবং সেই সংখ্যা এখন ৫৪।

তবে চীন সরকারের এত সব উদ্যোগের পরও এ বছর চীনে পর্যটক আগমন ২০১৯ সালের তুলনায় মাত্র ৬০ শতাংশ।

এম.কে
০১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

নবীর সা: রওজায় ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি

সিদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করে খাওয়ার উপায়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব