10.3 C
London
February 23, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন।  শনিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম (বিবিসি) এ প্রতিবেদন জানিয়েছে।

 

এর আগে দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পায়। এর এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পেলো।

মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর পরিপ্রক্ষিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) এফডিএ টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

 

করোনার প্রকোপে বিশ্বজুড়ে যেকোনো দেশের চেয়ে আক্রান্ত রোগী ও মৃত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে।  চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ।

 

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেন।  বিশেষজ্ঞদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না। গত সপ্তাহে ওই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়। এরপরে দিনই তা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেয়।

 

১৯ ডিসেম্বর ২০২০
নিউজ ডেস্ক

আরো পড়ুন

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

কীভাবে, কোথায় পাবো আন্তর্জাতিক বৃত্তির খোঁজখবর?