TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কলেজ ছাত্রদের মধ্যে বাড়ছে যৌনশক্তি বৃদ্ধির ওষুধের কদর

যৌনশক্তি বাড়ানোর ওষুধ কলেজ ছাত্রদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এতে চিন্তায় পড়ে গেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, হানি প্যাকেটস নামের এই ওষুধ প্রাকৃতিক উপাদানে তৈরি বলে দাবি করছেন বিক্রেতারা। কিন্তু এসব ওষুধ ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি টিকটকে এই ওষুধের প্রশংসা করতে দেখা যায় কিছু কলেজ ছাত্রকে। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই হানি প্যাকেটের ভেতর প্রায়ই ভায়াগ্রা ও সিয়ালিসের উপাদান থাকে। এসব ওষুধ যৌন ক্ষমতা ও সঙ্গমের স্থায়িত্ব বাড়ানোর কথা বলে বাজারজাত করা হয়।

যুক্তরাষ্ট্রের কলেজছাত্রদের মাঝে যৌন উত্তেজক ওষুধ ব্যবহারের প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। তবে এসব ওষুধ সেবনে উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, মাথা ঘোরা এবং হার্ট অ্যাটাকের মতো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।।

বিশেষজ্ঞরা বলছেন, যৌন স্বাস্থ্য নয় বরং যৌন পারফরম্যান্স এবং প্রতিযোগিতার প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে এসব ওষুধ সেবনের প্রবণতা বেড়েছে। এক গবেষণায় দেখা যায়, অধিকাংশ পুরুষ ৩০ থেকে ৬০ মিনিটের যৌন মিলনকে আদর্শ বলে মনে করেন। আর তাই অনেকেই হানি প্যাকেট ব্যবহার করে যৌন পারফরম্যান্স বাড়ানোর চেষ্টা করছে।

এম.কে
০৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

দ্বিগুণ শুল্ক বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত ভারতঃ সম্পর্কের টানাপোড়নে ওয়াশিংটন-দিল্লি

ক্যানসারের সাথে লড়াই করে গেলেন হিথ স্ট্রিক

নেচারের, সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায়, ড. ইউনূস