26 C
London
July 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড’ প্রক্রিয়া সাময়িক স্থগিত, আটকাদেশ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন আইন কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে কঠোর যাচাই-বাঁচাইয়ের জন্য সাময়িকভাবে ‘গ্রিন কার্ড’ আবেদন স্থগিত করেছে দেশটি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সিবিএস নিউজের প্রতিবেদন জানিয়েছে, আন্তর্জাতিক ছাত্র এবং অন্যান্য বিদেশী নাগরিকদের আটক এবং নির্বাসন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয় তাকে বসন্তকালীন সেমিস্টারের জন্য ব্যক্তিগত ক্লাসে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেছিল। কিন্তু বহিস্কার করেনি।

রুমেসা ওজতুর্ক, টাফ্টস বিশ্ববিদ্যালয়
সম্প্রতি, ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য বোস্টনের কাছে টাফ্টস বিশ্ববিদ্যালয়ে তুর্কি ডক্টরেট ছাত্রী রুমেসা ওজতুর্কের ভিসা বাতিল করে আটক করেছে। এই পদক্ষেপকে বাকস্বাধীনতার উপর আক্রমণ হিসেবে নিন্দা করা হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে, কিছু বিক্ষোভ ইহুদি-বিরোধী এবং মার্কিন পররাষ্ট্র নীতির জন্য হুমকিস্বরূপ। গ্রেপ্তারের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় ম্যাসাচুসেটসের সোমারভিলে ৩০ বছর বয়সী তুর্কি নাগরিককে তার বাড়ির কাছে মুখোশধারী এবং সাদা পোশাকধারী এজেন্টরা আটক করে। ওই সময় তিনি ইফতারের জন্য যাচ্ছিলেন।

সূত্রঃ সিবিএস নিউজ

এম.কে
২৯ মার্চ ২০২৫

আরো পড়ুন

৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন

সিরিয়ার উপকূল থেকে ইউটার্ন নিয়ে ‘অদৃশ্য হয়ে যায়’ আসাদের উড়োজাহাজ

জাতীয়তাবাদের কারণে ২০২৩’র আগে ভ্যাকসিন পাবে না বহু দেশ

নিউজ ডেস্ক