11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে রোবট ম্যাসাজ, খরচ কম আর ঝামেলাহীন

প্রযুক্তির অগ্রগতির এই যুগে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে রোবট ম্যাসাজ। যুক্তরাষ্ট্রের একটি শপিং কমপ্লেক্সে “Aescape” নামের এক রোবটিক ম্যাসাজ সিস্টেম গ্রাহকদের আকর্ষণ করছে। আধুনিক এই ডিভাইসটি সাদা দুটি যান্ত্রিক বাহু দিয়ে শরীরের বিভিন্ন অংশে চাপ প্রয়োগ করে, যা ব্যবহারকারীর পছন্দ ও পূর্বনির্ধারিত প্রোগ্রামের ওপর ভিত্তি করে কাজ করে।
“পাওয়ার আপ” নামে ৩০ মিনিটের একটি সেশন খরচ ৬০ ডলার। গ্রাহকদের দাবি, সেশনের পর তারা আরামদায়ক ও হালকা অনুভব করেছেন। যদিও মানব হাতে ম্যাসাজের সূক্ষ্মতা এতে নেই, তবে ক্লান্ত শরীরকে স্বস্তি দেওয়ার মতো কার্যকারিতা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রোবটিক ম্যাসাজ থেরাপি শারীরিকভাবে উপকারী হলেও মানুষের ছোঁয়ার মানসিক দিকটি এতে অনুপস্থিত। ২০২৪ সালে Nature জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, রোবট বা বস্তু দ্বারা দেওয়া ম্যাসাজ শারীরিক স্বস্তি দিলেও মানসিক প্রশান্তি তুলনামূলকভাবে কম দেয়।

প্রতিষ্ঠানটির দাবি, তারা মানব থেরাপিস্টকে প্রতিস্থাপন নয়, বরং সহায়তা করতে এসেছে। বিশেষ করে যারা অপরিচিতের হাতে ছোঁয়া এড়াতে চান বা শ্রম ঘাটতির কারণে পর্যাপ্ত সেবা পান না, তাদের জন্য এটি কার্যকর বিকল্প হতে পারে। গ্রাহকরা বলছেন, এটি সাশ্রয়ী, সময় সাশ্রয়ী এবং টিপস দেওয়ার ঝামেলাও নেই।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

নিউইয়র্কের মেয়র হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন মামদানি

হোয়াইট হাউসে ঈদ উৎসব, শোনা গেলো কোরআন তেলাওয়াত

ভারতের নাম পরিবর্তন নিয়ে যা বলল জাতিসংঘ