মার্কিন ফেডারেল এজেন্টরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী ও গ্রিন কার্ডধারী মোহসেন মাহদাওয়িকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, সোমবার (১৪ এপ্রিল) ভারমন্টের কোলচেস্টারে অভিবাসন অফিসে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়।
গত বসন্তে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মাহদাওয়ি। তাকে আটক করার ঘটনাকে এই আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের ওপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য বিদেশি শিক্ষার্থী ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খালিল।
মাহদাওয়ির আইনজীবী লুনা দ্রুবি বলেন, ‘তার ফিলিস্তিনপন্থী স্পষ্ট অবস্থান ও জাতিগত পরিচয়ের কারণে তাকে আটক করা হয়েছে। এটি গাজার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কণ্ঠস্বর দমনের অপচেষ্টা, যা অসাংবিধানিক।’
ইসরায়েলপন্থী সংগঠন ‘বেতার ইউএস’ সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘ভিসাধারী মোহসেন মাহদাওয়ি আমাদের বহিষ্কার তালিকায় রয়েছেন।’
ডিএইচএস বা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিচারক জানিয়েছেন, আপাতত মাহদাওয়িকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যাবে না।
মার্কিন সরকার মাহদাওয়ির বিরুদ্ধে অভিবাসন আইনের একটি ধারা প্রয়োগ করেছে, যেখানে বলা হয়, কোনো বিদেশির কার্যকলাপ যুক্তরাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেললে তাকে বহিষ্কার করা যেতে পারে।
মানবাধিকার কর্মীরা এই পদক্ষেপকে ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বর দমনের চেষ্টা হিসেবে দেখছেন।
সূত্রঃ বেতার ইউএস
এম.কে
১৫ এপ্রিল ২০২৫