3.9 C
London
March 31, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল পাঠাচ্ছে ভারতঃ তুলসী গ্যাবার্ডের দপ্তর

চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেন্টানাইল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএএ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেন্টানাইলসহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসের মধ্যে ৫২,০০০-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে।

বলা হয়েছে যে ভারতীয় রাসায়নিক সরবরাহকারীরা মেক্সিকোর মাদক চক্রগুলোর কাছে ওপিওড তৈরির উপাদান পাঠাচ্ছে। গত বছরের প্রতিবেদনে ভারতকে শুধু মেক্সিকান গোষ্ঠীগুলোর জন্য একটি গৌণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল, যেখানে চীনকে প্রধান সরবরাহকারী বলা হয়েছিল।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইল মোকাবিলাকে তার রাজনৈতিক অগ্রাধিকারের অন্যতম বিষয় হিসেবে নিয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, আমরা আমেরিকায় ফেন্টানাইল মহামারি বন্ধ না করা পর্যন্ত বিশ্রাম নেব না।

চীন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ১ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে। পাশাপাশি কানাডা ও মেক্সিকোর ওপরও ২৫ শতাংশ শুল্ক বসানো হয়, যা সীমান্ত নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে না পারার অভিযোগে চাপানো হয়েছে।

এদিকে, ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ‘লিবারেশন ডে’ শুল্ক কার্যকর করতে যাচ্ছেন, যা ২ এপ্রিল থেকে চালু হবে। তবে ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে, যা কিছু শুল্ক থেকে দেশটিকে রক্ষা করতে পারে।

এম.কে
২৮ মার্চ ২০২৫

আরো পড়ুন

ইলন মাস্ককে সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়ার পরামর্শ

বাংলাদেশিসহ ২০০ অভিবাসীকে ফেরত পাঠালো রুমানিয়া

যে দেশের জাতীয় উৎসব রমজান