14.5 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে দুদকের উদ্যোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা বাড়ি, ব্যাংক হিসাব ও বিলাসবহুল গাড়িসহ একাধিক সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (MLAR) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ সেপ্টেম্বর আদালতের আদেশে এসব সম্পদ জব্দের অনুমোদন পাওয়া গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এই অনুরোধ পাঠানোর মূল উদ্দেশ্য হলো জয়ের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে সহায়তা চাওয়া। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) জানায়, জয় যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন যার কোনো উৎস আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি।

দুদকের নথি অনুযায়ী, ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় জয়ের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া ফলস চার্চ এলাকায় আরেকটি বাড়ির আনুমানিক মূল্য ৭ কোটি ৭৩ লাখ টাকা। দুই বাড়ির মোট মূল্য ৫৩ কোটির বেশি।

তদন্তে আরও উঠে এসেছে, জয় ও তার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে যুক্তরাষ্ট্রে ১২টি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে ৫টি ব্যক্তিগত, একটি যৌথ এবং ৬টি ব্যবসায়িক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট দীর্ঘদিন অর্থ লেনদেনে ব্যবহার হয়েছে।

দুদক বলছে, জয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি কোম্পানি যুক্তরাষ্ট্রে সক্রিয় রয়েছে—গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন্স, প্রাইম হোল্ডিং, ওয়াজেদ ইন, অসিরিস ক্যাপিটাল পার্টনার্স, ব্লু হেভেন ভেনচারস এবং ট্রুপে টেকনোলজিস। অভিযোগ রয়েছে, এসব কোম্পানির মাধ্যমে সম্পদ লুকানো ও মানি লন্ডারিং করা হয়েছে।

এছাড়া জয়ের নামে ৮টি বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার ও ম্যাকলারেন ব্র্যান্ডের গাড়ি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জয়কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে প্রয়োজনে আরও সম্পদ চিহ্নিত করে জব্দ করা হবে।

অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জয় হুন্ডি ও অন্যান্য অবৈধ উপায়ে বিপুল অর্থ বিদেশে পাঠান এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেন। কিন্তু এসব সম্পদের তথ্য তিনি আয়কর নথিতে উল্লেখ করেননি।

শেখ হাসিনার পতনের পর চলমান আন্দোলনের মুখে তিনি দেশত্যাগ করে ৫ আগস্ট ভারতে যান। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুদকের দাবি, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে জয় বিদেশে অর্জিত সম্পদের কোনো বৈধ তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করেননি, বরং অর্থপাচার করে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন—যা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ

বিষয়ভিত্তিক বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের চারটি

হংকংগামী ফ্লাইটে মাঝ-আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু