17.2 C
London
September 10, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে ব্রতী নিহত

যুক্তরাষ্ট্রের কুইন্সে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী (১৮) নিহত হয়েছেন। তিনি সিলেটের চৌহাট্টার বিশিষ্ট ব্যবসায়ী সেন্ট্রাল ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দেবাশীষ দে (বাসু)-এর ছোট মেয়ে।

আজ সোমবার ২৯ জানুয়ারি বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ব্যাবিলনের সাউদার্ন পার্কওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রতী যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটিকে পেছন থেকে একটি জিপ সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্রতীর গাড়ির চালকও মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ওই জিপের চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

ব্রতী যুক্তরাষ্ট্রের কুইন্সের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে কবে নাগাদ তার মরদেহ দেশে আনা সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয়।

এম.কে
৩০ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় জায়গা ভাড়া নিয়ে কৃষিকাজ করবে বাংলাদেশ

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফারাহ আহমেদ

অনলাইন ডেস্ক

রোমানিয়ায় ইউরোপ গেইম আতঙ্ক