3 C
London
January 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ৭.২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

২০২৪ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক। যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার। এটি দেশের মোট পোশাক রপ্তানির ১৮.৭২ শতাংশ।

শুক্রবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট পোশাক রপ্তানির ৫০.৩৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে, যার আর্থিক মূল্য ১৯.৩৭ বিলিয়ন ডলার। গত বছর বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে মোট ৩৮.৪৮ বিলিয়ন ডলার আয় করেছে। যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪.৩ বিলিয়ন ডলার। যা মোট পোশাক রপ্তানির ১১.২৫ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪.৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩.৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২.১৪ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করা হয়েছে।

এ ছাড়া কানাডায় ১.২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে; যা মোট রপ্তানির ৩.২৩ শতাংশ। জাপান ও অস্ট্রেলিয়ার মতো অনিয়মিত বাজারেও বাংলাদেশ পোশাক রপ্তানিতে উলে­খযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশের জন্য উদীয়মান বাজারগুলোতে গত বছর মোট ৬.৩৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে; যা মোট পোশাক রপ্তানির ১৬.৪৬ শতাংশ। এর মধ্যে জাপানে ১.১২ বিলিয়ন, অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন, ভারতে ৬০৬ মিলিয়ন, তুরস্কে ৪২৬ মিলিয়ন ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে।

এম.কে
১৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সামিটের আজিজ খানের ব্যাংক হিসাব জব্দ

সাবেক র‍্যাব মুখপাত্র সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর

ডিসেম্বরে ঢাকায় উচ্চ পর্যায়ের বাংলাদেশ-ভারত সম্মেলন অনুষ্ঠিত হবে