গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রক্রিয়ার ব্যর্থতার কারণে যুক্তরাজ্য সেপ্টেম্বরে প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, পশ্চিম তীর দখল বন্ধ করে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়, তখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রিসভা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করে। বৈঠকে তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি “অসহনীয়” হয়ে উঠেছে এবং দুই রাষ্ট্র সমাধানের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাজ্য এই স্বীকৃতি দেবে।
স্টারমার আরও জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা নেই। হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্ত করতে হবে, অস্ত্র সমর্পণ করতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং গাজার সরকারে কোনো ভূমিকা না রাখার প্রতিশ্রুতি দিতে হবে।
এই রোডম্যাপ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যুক্তরাজ্যের একটি যৌথ পরিকল্পনার অংশ, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত হয়েছে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার। লেবার সরকার দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে। ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিংসহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী মনে করেন, যুক্তরাজ্যকে এ বিষয়ে নেতৃত্ব দিতে হবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
২৯ জুলাই ২০২৫