5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

যে উপায়ে সহজেই মিলবে অস্ট্রেলিয়াতে যাওয়ার ভিসা

বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক, সুন্দর, ও উন্নত রাষ্ট্র হলো অস্ট্রেলিয়া। দেশটিতে প্রতিবছরই ভিসিট ভিসায় হাজার হাজার মানুষ গমন করেন। যাদের মাঝে এদেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের সংখ্যাও কম নয়। অস্ট্রেলিয়ার ভিসা আবেদন করতে যা যা করতে হবে;

১. ভ্রমণ নথি: ভ্রমণ নথিতে আপনার ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের মেয়াদ, আপনার অর্থনীতির অবস্থা এবং পূর্বের ভ্রমণের ইতিহাস উল্লেখ করতে হবে।

২. ভ্রমণের বুকিং টিকেট: ভ্রমণের বুকিং টিকেটের কপি সাবমিট করতে হবে।

৩. ফরম ১৪৯৪ (Visitor Visa Application Form): অস্ট্রেলিয়ান ভিজিট ভিসা জন্য আবেদনের ফরম।

৪. পাসপোর্ট: পাসপোর্টের স্ক্যান কপি এবং পৃষ্ঠা নম্বর ও ছবি যাচাইযোগ্য হতে হবে।

৫. আর্থিক যোগাযোগের তথ্য: আপনার অর্থনৈতিক অবস্থার প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট, আয়ের প্রমাণপত্র এবং কাজের অধিনে থাকা সেলারি স্লিপ সাবমিট করতে হবে।

৬. ভিজিট এবং আবাসনের জন্য যোগাযোগ ঠিকানা: অস্ট্রেলিয়ায় ভিজিট এবং আবাসনের সঠিক যোগাযোগ ঠিকানা সাবমিট করতে হবে।

৭. অতিথির যোগাযোগের বিবরণ: যদি অস্ট্রেলিয়ান একজন পরিবারের সদস্যের সাথে থাকতে যান, তাদের সাথে যোগাযোগের বিবরণ সাবমিট করতে হবে।

৮. অন্যান্য ডকুমেন্টস: অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস, যেমন প্রয়োজনীয় অনুমতি বা প্রমাণপত্র, নিজস্ব সম্পত্তির সনদপত্র, আবেদনকারীর সাক্ষাত্কারের সময়ে প্রয়োজনীয় কোনও সরকারী সনদপত্র ইত্যাদি।

উপরে উল্লেখিত ডকুমেন্টগুলি ছাড়াও অন্য কোন ধরনের কাগজ লাগবে কিনা তার প্রয়োজনীয়তা স্পষ্ট করার জন্য, অস্ট্রেলিয়ান হাইকমিশন বা কনসুলেটের ওয়েবসাইট অথবা তাদের অফিসে যোগাযোগ করা উচিত।

এম.কে
২৪ ফেব্রুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছেঃ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার প্রচেষ্টা, দিল্লিকে সতর্ক করল ওয়াশিংটন

সীমান্তে কড়াকড়িতে জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে