TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যে ৫টি শর্ত পূরণ করলে ব্রিটেনের ‘রেডলিস্ট’ থেকে মুক্তি পাবে বাংলাদেশ

বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য বলেছে, ব্রিটিশ সরকার বাংলাদেশসহ রেডজোনের দেশগুলোকে রেডজোন থেকে বের হতে ৫টি শর্ত বেঁধে দিয়েছে।

 

শর্তগুলো হচ্ছে:

১. বাংলাদেশকে অবশ্যই মোট জনগোষ্ঠীর ৩০ শতাংশের বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দিতে হবে।
২. জনসংখ্যার ১০ শতাংশকে দ্বিতীয় ডোজের আওতায় নিয়ে আসতে হবে।
৩. সংক্রমণ ও মৃত্যুর হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে।
৪. কোভিড ১৯-এর জিনোম সিকোয়েন্স নিয়মিত আপলোড করতে হবে, যাতে বাংলাদেশের কোভিড বিস্তারের সংক্রমণ হার কী সেটা বোঝা যায়।
৫. বড় আকারে কোভিড টেস্ট ফ্যাসিলিটি তৈরি করতে হবে।

 

বাংলাদেশ রেডজোনে থাকার কারণে বর্তমানে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হয়, যা আগে ছিল সপ্তাহে চারটি। লন্ডনে গিয়ে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে দেখে খরচের ভয়ে বাংলাদেশে এসে আটকে আছেন। কোয়ারেন্টাইনে নিম্নমানের খাবার, অপরিষ্কার রুমসহ বিভিন্ন সার্ভিস নিয়ে অসন্তোষ রয়েছে মানুষের মনে।

 

৫ সেপ্টেম্বর ২০২১
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

 

আরো পড়ুন

এনএইচএসের বিলম্ব: প্রাইভেট হেলথ কেয়ারের দিকে ঝুঁকছেন লাখো মানুষ

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাটে

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!